Advertisement
২০ এপ্রিল ২০২৪

হাঁটার ধরন দেখে মানুষ চিনুন এই ভাবে

একটি কথা সর্বদা মনে রাখবেন, চাল চলন দেখে কারও স্বভাব, প্রকৃতি তখনই সঠিক ভাবে বোঝা যাবে যখন সেই ব্যাক্তিটি পূর্ণ বয়স্ক এবং সেই বিশেষ ধরনের হাঁটাহাটি সে ইচ্ছা করে নয়, স্বাভাবিক ভাবেই করে।

পার্থপ্রতিম আচার্য
শেষ আপডেট: ২৮ জানুয়ারি ২০১৯ ০০:০০
Share: Save:

একটি কথা সর্বদা মনে রাখবেন, চাল চলন দেখে কারও স্বভাব, প্রকৃতি তখনই সঠিক ভাবে বোঝা যাবে যখন সেই ব্যাক্তিটি পূর্ণ বয়স্ক এবং সেই বিশেষ ধরনের হাঁটাহাটি সে ইচ্ছা করে নয়, স্বাভাবিক ভাবেই করে।

১। অনেকে দ্রুত চলতে খুবই পছন্দ করে। এই ব্যক্তিরা অন্যের কথায় বা বিষয়ে সহজে প্রভাবিত হয় না। এরা একটু আত্মকেন্দ্রিক হয়ে থাকে। তবে তাদের কর্তব্য জ্ঞান প্রখর হয়।

২। ধীর গতির কিন্তু ছন্দবদ্ধ চলন থাকলে ব্যক্তি এমন কিছু করতে চাইবে যা অন্যের চিন্তাধারা থেকে আলাদা হবে।

৩। মাটি আঁকড়ে অর্থাৎ মাটি প্রায় ঘষে ঘষে যারা হাঁটে, তারা কাউকে সহজে বিশ্বাস করতে চায় না, সবাইকে যাচাই করে নিতে চায়। এরা সবাইকে বাজিয়ে দেখে নেয়।

আরও পড়ুন: আপনার রাশিচক্র অনুসারে চলতি মাসে রবির গোচর ফল জানুন

৪। যারা ধীরে কিন্তু সচেতন পদক্ষেপে হাঁটে, তারা অতি চালাক। তারা সহজে কাউকে চটাতে পছন্দ করে না। এরা মিষ্টি কথায় সবার সঙ্গে ভাল ব্যবহার করে কাজ আদায় করতে চায়।

৫। অসামঞ্জস্য ভাবে বা ল্যাগব্যাগ করে অনেকের হাঁটার ধরন থাকে। এই সব ব্যক্তির সব কিছুতেই অসচেনতা প্রকাশ পায়। তবে এরা নিজের বিষয়ে বা নিজের কাজ খুব ভালভাবে বুঝে নিতে পারে। এরা অন্যের বিষয়ে খুব একটা মাথা ঘামাতে চায় না।

৬। যারা পায়ের পাতা দুই পাশে ছড়িয়ে হাঁটে তারা ঝুঁকি নিতে খুবই পছন্দ করে। এরা খুবই বিচক্ষণ প্রকৃতির হয়। কোনও কাজ করব মনে করলে যে কোনও প্রকারে তা করে থাকে। এরা খুবই স্বাধীনতা প্রিয় হয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

walking style Rashi
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE