Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Lakshmi Puja

লক্ষ্মীর বাহন পেঁচা কেন জানেন?   

যিনি সর্ব ঐশ্বর্য ও সৌন্দর্যের রশ্মিচ্ছটায় আলোকিতা দেবী। কিন্তু তাঁর বাহন ক্ষুদ্র, দেখতে মোটেই ভাল নয়, এমন একটি জীব কেন?

যিনি সর্ব ঐশ্বর্য ও সৌন্দর্যের রশ্মিচ্ছটায় আলোকিতা দেবী। কিন্তু তাঁর বাহন ক্ষুদ্র, দেখতে মোটেই ভাল নয়, এমন একটি জীব।

যিনি সর্ব ঐশ্বর্য ও সৌন্দর্যের রশ্মিচ্ছটায় আলোকিতা দেবী। কিন্তু তাঁর বাহন ক্ষুদ্র, দেখতে মোটেই ভাল নয়, এমন একটি জীব।

পার্থপ্রতিম আচার্য
শেষ আপডেট: ২৪ অক্টোবর ২০১৮ ১২:০৬
Share: Save:

যিনি সর্ব ঐশ্বর্য ও সৌন্দর্যের রশ্মিচ্ছটায় আলোকিতা দেবী। কিন্তু তাঁর বাহন ক্ষুদ্র, দেখতে মোটেই ভাল নয়, এমন একটি জীব কেন?

এর পিছনে পণ্ডিতদের মত হল, যিনি লক্ষ্মীর গুণ অর্থাৎ সত্য, প্রেম, পবিত্রতা, তপস্যা, ক্ষমা, সেবাভাব, তিতিক্ষা পেতে চান, তাঁকে পেচক-ধর্ম পালন করতে হবে। অর্থাৎ জাগতিক বস্তু থেকে একটু দুরে থেকে নির্জনে এই যোগৈশ্বর্য ও সাধন-সম্পদ রক্ষা করতে হয়। না হলে অচিরে নষ্ট হয়ে যায়। পেঁচা যদি দিনের বেলায় বের হয়, অমনি অন্যান্য পাখিরা তাকে তাড়া করে। অতি গোপনে পেঁচা বাস করে। এদের সহজে দেখা যায় না।
পূর্ণতা লাভ না করা পর্যন্ত জাগতিক বিষয়রূপ ব্যক্তি দৈবসম্পদ নষ্ট করে। অপর দিকে লক্ষ্মী অর্থাৎ জাগতিক ধন, ঐশ্বর্য, মান, যশ যে পায় তাকেও পেঁচার মতো দিন-কানা হয়ে থাকতে হয়। ‘দিন-কানা’ অর্থাৎ আধ্যাত্মিক ভাবে সে কোনও উন্নতি করতে পারে না। এখানে পেঁচা অন্ধকারের প্রতীক স্বরূপ। এসব কারণে হয়তো বা শাস্ত্রকারেরা পেঁচাকে লক্ষ্মীর বাহন হিসেবে রেখে দিয়েছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Lakshmi Puja Lakshmi Puja 2018
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE