Advertisement
২৩ এপ্রিল ২০২৪
Astrology

মামলায় জড়িয়ে পড়ার সম্ভাবনা বেশি গ্রহের কোন অবস্থানে

কোন গ্রহের অবস্থান কোথায় থাকলে এই সম্ভাবনা দেখা দিতে পারে একবার দেখা নেওয়া যাক।

মামলায় জড়িয়ে পড়ার সম্ভাবনা বেশি গ্রহের কোন অবস্থানে

মামলায় জড়িয়ে পড়ার সম্ভাবনা বেশি গ্রহের কোন অবস্থানে

শ্রীমতী অপালা
শেষ আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০১৭ ০০:০০
Share: Save:

সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাতে ঘুমোতে যাবার আগে পর্যন্ত প্রাত্যহিক অগুনতি সমস্যার মধ্যে দিয়ে আমাদের চলতে হয়। জমি-বাড়ি থেকে শুরু করে পড়াশোনা এমনকী কর্মক্ষেত্রেও আমাদের নিত্য দিন নতুন নতুন সমস্যার মধ্যে পড়তে হয়। আর এই সমস্যা সমাধানে কখনও কখনও আমাদের পুলিশের দোরগোড়ায় হাজির হতে হয়। রাশিচক্রের বিচারের মাধ্যমে আমারা জীবনে কখন কোর্ট-কাছারির মতো ঝামেলায় পড়তে পারি তা অনুমান করা সম্ভব। ঝামেলা এড়াতে কিছু নির্দিষ্ট উপায়ও রাশিচক্রের সঠিক বিচারের মাধ্যমে জানা যায়। রাশিচক্রের দ্বাদশ ভাবের মধ্যে অন্যতম হল অষ্টম ভাব। এই অষ্টম ভাবের অবস্থানই ঠিক করে দেয় আমাদের কখন কোর্ট-কাছারির যাঁতাকলে পড়ে নাজেহাল হতে হবে। কোনও জাতক জাতিকার অষ্টম ভাবে যদি অশুভ গ্রহ অবস্থান করে বা অষ্টম ভাব যদি দুর্বল হয় তা হলে তাদের মামলা-মোকদ্দমায় জড়িয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে। কোন গ্রহের অবস্থান কোথায় থাকলে এই সম্ভাবনা দেখা দিতে পারে একবার দেখা নেওয়া যাক—

১ –মঙ্গল যদি পাপগ্রহ দ্বারা আক্রান্ত, পীড়িত বা দৃষ্ট হয়।

২ –মঙ্গল যদি লগ্নে, ষষ্ঠ, অষ্টম বা দ্বাদশ স্থানে থাকে।

৩ – রবি যদি নীচস্থ হয় বা অষ্টম এবং দ্বাদশ ভাবে থাকে।

৪ – রাহু, মঙ্গল, শনি যদি একত্রে অশুভ স্থানে থাকে।

৫ –ধনপতি এবং আয়পতি গ্রহ ষষ্ঠ, অষ্টম, অথবা ব্যয় ভাবগত হলে মামলা-মোকদ্দমা ও রাজদণ্ড হয়।

৬ – লগ্নপতি দুর্বল হয়ে পাপযুক্ত হলেও কোর্ট-কাছারির সমস্যা দেখা দিতে পারে।

৭ – দ্বিতীয় পতি রবিযুক্ত হয়ে দ্বাদশ ভাবে বা নীচস্থ বা পাপদৃষ্ট হলে।

৮ – নীচস্থ চন্দ্রের দশায় মামলা–মোকদ্দমা বা কারাবাসের সম্ভাবনা দেখা দেয়।

৯ – রাহুর দশা মঙ্গলের অন্তর্দশায় মামলা–মোকদ্দমার সম্ভবনা থাকে।

১০ – যদি নীচস্থ বৃহস্পতির দশা মঙ্গলের অন্তর্দশা চলে তবে অহেতুক ঝামেলা, মানহানি, পুলিশি, সংক্রান্ত সমস্যা হবে।

১১ – কেতুর দশা এবং শনি অথবা মঙ্গলের অন্তর্দশায় মামলা-মোকদ্দমা হয়ে থাকে।

১২ – পঞ্চম, ষষ্ঠ, অষ্টম, দ্বাদশপতি বা অবস্থানকারী গ্রহরা সঙ্গী অর্থাৎ নক্ষত্রে অবস্থান করে।

১৩ – অষ্ঠবর্গ ছকে যদি চন্দ্র অশুভ স্থানে থাকে তবে মামলায় ভুগতে হবে।

১৪ – অষ্ঠবর্গ মঙ্গল যদি অষ্টম ভাবে থাকে, তবে কারাবাস হয়।

১৫ – অষ্ঠবর্গে যদি দ্বাদশভাবে রাহু থাকে, তবে জীবনে বহুবার মামলা–মোকদ্দমাতে ভুগতে হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Astrology Lawsuit Planetary Position
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE