Advertisement
১৬ এপ্রিল ২০২৪

কোন যোগে হঠাৎ করে চাকরি নিয়ে সমস্যা হয় জেনে নিন

অনেক সময় দেখা যায় খুব ভাল একটা চাকরি করতে করতে হঠাৎ চাকরিটা বন্ধ হয়ে গেল। আবার কোনও ক্ষেত্রে দেখা যায় গ্রহের অবস্থা একটু খারাপ থাকা সত্ত্বেও চাকরিটা টিকে গেল।

শ্রীমতী অপালা
শেষ আপডেট: ১৯ নভেম্বর ২০১৮ ০০:০০
Share: Save:

অনেক সময় দেখা যায় খুব ভাল একটা চাকরি করতে করতে হঠাৎ চাকরিটা বন্ধ হয়ে গেল। আবার কোনও ক্ষেত্রে দেখা যায় গ্রহের অবস্থা একটু খারাপ থাকা সত্ত্বেও চাকরিটা টিকে গেল। এরকম কেন হয় এখন সেটা দেখে নেওয়া যাক।

• রাহু ও কেতু যদি চতুর্থ ও দশমে অবস্থান করে তা হলে চাকরিতে খুব খারাপ প্রভাব পড়ে।

• মঙ্গল, শনি, কেতু ও অষ্টম পতির যদি অশুভ গ্রহের সঙ্গে কোনও যোগাযোগ থাকে, তা হলে হঠাৎ করে চাকরি চলে যেতে পারে।

• গোচরে রাহু এবং কেতুর দশম ভাবের ওপর প্রভাব চাকরির ক্ষেত্রে খুব খারাপ ফল দেয়।

আরও পড়ুন: কেমন যাবে আপনার কর্মজীবন? জেনে নিন এই ভাবে

• যাদের জন্মছকে শনি অশুভ, তাদের শনির সাড়ে সাতি চলাকালীন চাকরি চলে যেতে পারে।

• কেতু যদি দশম স্থানে থাকে, তা হলে সেই জাতক প্রচণ্ড পরিশ্রম করলেও চাকরিতে কোনও উন্নতি করতে পারে না।

• শুভ গ্রহের দশায় আপনি একটা ভাল চাকরি পেলেন, কিন্তু সেই দশা শেষ হতে আর বেশি দিন বাকি নেই। সে ক্ষেত্রে সেই গ্রহের দশা শেষ হওয়া মাত্রই যদি কোনও অশুভ গ্রহের দশা শুরু হয়, তা হলে চাকরি চলে যেতে পারে।

• জন্মছকে রবি যদি ভাল থাকে, তা হলে রবির দশায় ভাল চাকরি পাবেন, প্রমোশনও হবে তত দিন, যত দিন কোনও অশুভ গ্রহের অন্তর্দশা বা রবির শত্রুগ্রহের (যেমন শনি, রাহু, কেতু) অন্তর্দশা আসবে কিংবা কোনও অশুভ গ্রহ গোচরে থাকবে তখন চাকরিতে সমস্যা সৃষ্টি হতে পারে।

• কোনও অশুভ গ্রহের অন্তর্দশা চলছে এবং গোচরে লগ্ন, ষষ্ঠ, দশম ও একাদশে হয়ত কোনও অশুভ গ্রহের প্রভাব রয়েছে, তখন চাকরি নিয়ে সমস্যা সৃষ্টি হয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Job problem Job Rashi
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE