Advertisement
১৬ এপ্রিল ২০২৪

নবজাতকের নামকরণ দেবদেবীর নামে হওয়া উচিত?

দেখে নেওয়া যাক নবজাতকের নামকরণ দেবদেবীর হলে কি হতে পারে

পার্থপ্রতিম আচার্য
শেষ আপডেট: ১৩ ডিসেম্বর ২০১৮ ০০:০০
Share: Save:

স্মৃতিশাস্ত্র নামকরণের ওপর যথেষ্ট গুরুত্ব আরোপ করেছে। বলা হয়েছে নামের জোরেই বরাত ফেরে, নাম হল মানুষের ভবিষ্যত, ভাগ্য উন্নতির সিঁড়ি। এমনকি সংস্থা বা পণ্যদ্রব্যের নামকরণেরপিছনেও কাজ করে এমনই বিশ্বাস।

এখন দেখে নেওয়া যাক নবজাতকের নামকরণ দেবদেবীর হলে কি হতে পারে-

শব্দ হল ব্রহ্ম। নামোচ্চারণের সঙ্গে সঙ্গেই নামের সমষ্টিগত অক্ষরগুলি নিজের অলক্ষ্যেই মনে ও মহাশূন্যে ফুটিয়ে তোলে নামধারীর প্রতিচ্ছবি, সে দেবতা বা মানুষ যে-ই হোক। ফলে মানুষ লক্ষ্য হলেও তাঁর এই নাম ধরে ডাকায় পরোক্ষে রুষ্টা হন দেবতা। তাই সংসারীদের কারও নামই কোনও দেবদেবীর নামে না রাখলেই কল্যাণজনক। যাদের নাম উচ্চারণ ও বানান একবারে স্বচ্ছ ও পরিষ্কার হয় না, নামধারী জাতক-জাতিকাকে নামের বানান বলে দিতে হয়, তাদের জীবন, শিক্ষা, প্রতিষ্ঠা ও পারিপার্শ্বিক ক্ষেত্র সুন্দর ও সুখকর হয় না।

আরও পড়ুন: এই যোগ থাকলে আপনার আয় হবে অদ্ভুত পথে

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Newborn Rashi God Name
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE