Advertisement
১৯ এপ্রিল ২০২৪

বৃহস্পতির গোচর ফল

আপনার জন্মকুণ্ডলী অনুসারে বৃহস্পতি কোন স্থানে অবস্থান করছেন দেখে নিন (প্রত্যেক ডাইরেক্টারি পঞ্জিকা অনুসারে)।

পার্থপ্রতিম আচার্য
শেষ আপডেট: ২১ জুন ২০১৮ ০০:০০
Share: Save:

গোচর বিচার সকল রাশির সকল জাতক-জাতিকার ক্ষেত্রে সমান ভাবে প্রযোজ্য। আপনার জন্মকুণ্ডলী অনুসারে বৃহস্পতি কোন স্থানে অবস্থান করছেন দেখে নিন (প্রত্যেক ডাইরেক্টারি পঞ্জিকা অনুসারে)।

জন্মরাশিকে সর্বদা প্রথম স্থান ধরে গণনা করতে হবেঃ-

১। জন্মরাশিতে- দুশ্চিন্তা, অপমান এবং অশুভ পরিবর্তন প্রভৃতি অশুভ ফল লাভ হয়।

২। দ্বিতীয় স্থানে– অপ্রত্যাশিত লাভ, পারিবারিক সুখ এবং প্রচেষ্টাদিতে সাফল্য লাভ হয়ে থাকে।

৩। তৃতীয় স্থানে– শত্রু থেকে ক্ষতির আশঙ্কা বা ভয় সূচিত হয়।

৪। চতুর্থ স্থানে– অশান্তি, অতিরিক্ত ব্যয় এবং কোনও আত্মীয় বা বন্ধুর মৃত্যু হতে পারে।

৫। পঞ্চম স্থানে- বস্ত্র ও রত্নাদি লাভ, সম্পদবৃদ্ধি, কর্মোন্নতি, সন্মান লাভ, সাফল্য, সাহিত্য, শিল্পকলা কিংবা অন্যান্য বুদ্ধিবৃত্তি সম্পর্কিত কর্মে বিশেষ সাফল্য লাভ হবে।

৬। ষষ্ঠ স্থানে– দুশ্চিন্তা, স্বাস্থ্যহানি এবং নানাবিধ ভাবে ক্ষতি হতে পারে।

৭। সপ্তম স্থানে- উদ্যম বা পরিকল্পনায় সাফল্য সূচিত হয়।

৮। অষ্টম স্থানে– ব্যর্থ প্রচেষ্টা, অপবাদ, বন্ধনভয়, দুঃখ, অবাঞ্জিত পরিস্থিতি এবং পরিবারের কারও সঙ্কটজনক রোগ হতে পারে।

৯। নবম স্থানে– কর্মে সাফল্য, প্রতিভা বা গুণের স্বীকৃতিলাভ, দানশীলতা ও জনপ্রিয়তা লাভ প্রভৃতি শুভ ফল লাভ হয়।

১০। দশম স্থানে– বাধা-বিপত্তি, ক্ষতি, মর্যাদাহানি প্রভৃতি অশুভ ফল লাভ হয়।

১১। একাদশ স্থানে– অপ্রত্যাশিত লাভ, আয়বৃদ্ধি, ভাগ্যোন্নতি এবং পদোন্নতি ঘটে।

১২। দ্বাদশ স্থানে– হিতাহিত জ্ঞানশূন্য অবস্থা, স্ত্রী বা স্বামী থেকে সাময়িক কষ্ট সূচিত হতে পারে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Astrology Jupiter Transit Zodiac Signs
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE