Advertisement
১৯ এপ্রিল ২০২৪

জ্যোতিষ মতে দ্বিগ্রহ যোগ কিভাবে অর্থ দেয় 

দ্বিগ্রহ যোগ বিভিন্ন ভাবে বসে আমাদের আয়কে নানা রকম ভাবে প্রভাবিত করে।

অসীম সরকার
শেষ আপডেট: ১৮ এপ্রিল ২০১৮ ০০:০১
Share: Save:

দ্বিগ্রহ যোগ বিভিন্ন ভাবে বসে আমাদের আয়কে নানা রকম ভাবে প্রভাবিত করে।

চন্দ্র ও মঙ্গল: এই দ্বিগ্রহ যদি দশম বা একাদশ ভাবে অবস্থান করে, তবে প্রচুর ধনসম্পদ দেয়। কিন্তু জাতক জাতিকা খুব লোভী হয়।

চন্দ্র ও বৃহস্পতি: এই যোগের নাম গজকেশরী যোগ। এই যোগে জাতক জাতিকা এত ধনসম্পদ উপার্জ্জন করে তা সোনা বা রূপো করে মাটির নীচে লুকিয়ে রাখার চেষ্টা করে। এদের পিতা মাতারা বটগাছের মত করে এদের আজীবন রক্ষা করেন।

মঙ্গল ও শুক্র: এই দ্বিগ্রহ যোগ বিবাহসূত্রে ধন লাভ বোঝায়।

শনি ও বৃহস্পতি: এই দ্বিগ্রহ সততা ও শিক্ষকতা অর্থ দেয় ও প্রচুর ভূসম্পদের মালিক করে। আবার বিবাহের পর আর্থিক স্বছলতা বৃদ্ধি করে।

মঙ্গল ও বৃহস্পতি: অনেক অর্থ ও ধন সম্পদের মালিক করে তোলে এই দ্বিগ্রহ যোগ।

মঙ্গল ও শনি: অন্যায় পথে অনেক অর্থ উর্পজ্জন করে এই যোগের জাতক জাতিকারা।

মঙ্গল ও রবি: রাজকোষ থেকে অর্থ, ধনসম্পদ ও উপঢৌকন পায়। উচ্চ রাজপদ পায়। অনেকের জমিদারী থাকে।

শুক্র ও বৃহস্পতি: এদের বাইরে থেকে ধনী মনে হয়, বাস্তবে অতটা ধনী নয়। পূর্বজন্মের জমানো অর্থ এরা নানা ভাবে এ জীবনে পায়।

রবি ও বৃহস্পতি: উচ্চপদে কাজ করে সরকারী অর্থ নানা ভাবে উপার্জন করে থাকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

double planets effects income astrology
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE