Advertisement
১৯ এপ্রিল ২০২৪

আপনার সামনের পুরুষটি চিনে নিন হাঁটার লক্ষণ দেখে (শেষ অংশ)

দেখে নেওয়া যাক পুরুষের হাঁটার লক্ষণ থেকে আমরা কি জানতে পারি

পার্থপ্রতিম আচার্য
শেষ আপডেট: ৩১ অগস্ট ২০১৮ ০০:০০
Share: Save:

লক্ষণ শাস্ত্র জ্যোতিষেই একটি অঙ্গ যা আমাদের বিশেষ ইঙ্গিত প্রদান করে। জ্যোতিষের বিভিন্ন গ্রহের অবস্থানের হিসাব নিকাশের জটিলতা হেতু এই শাস্ত্র সবার পক্ষে সহজে অধ্যায়ন করা সবসময় সম্ভবপর হয় না। জ্যোতিষ শাস্ত্রটি যেমন দুরূহ তেমনই এর বিস্তারও বিশাল। কিন্তু লক্ষণ শাস্ত্র সেই তুলনায় খুবই সরল। অতি সাধারণ ব্যক্তিও এই ধরনের শুভ-অশুভ লক্ষণের দ্বারা অনেক কিছু জানতে পারেন।

এখন দেখে নেওয়া যাক পুরুষের হাঁটার লক্ষণ থেকে আমরা কি জানতে পারি—

১। যে সব পুরুষ হাঁটবার সময় নীচের দিকে বা পথের দিকে তাকিয়ে পথ চলে, তারা শান্ত ধীর, চিন্তাশীল প্রকৃতির হয়।

২। যে পুরুষ নীচের দিকে ও চারপাশে ঘন ঘন তাকায়, তারা হয় অনুসন্ধানী ধরনের মানুষ।

৩। যে সব পুরুষ সব সময় সামনের দিকে তাকিয়ে পথ চলে তারা হয় দৃঢ়চেতা।

৪। যে পুরুষ বেপরোয়া ভাবে চলে অর্থাৎ কোনও দিকে ভাল ভাবে না তাকিয়ে দ্রুত পদে চলে, তারা বেপরোয়া প্রকৃতির হয় এবং যে কোনও সময় দুর্ঘটনার কারক হতে পারে।

৫। যে পুরুষের পায়ের কোনও আঘাত বা ব্যাধির জন্য সারা জীবন একটু খুঁড়িয়ে চলতে হয়, তারা একটু স্বার্থপর ধরনের হয় ও তাদের মনে নানা প্যাঁচ থাকে।

৬। যে পুরুষ উঠে দাঁড়িয়ে হাঁটা শুরু করার সময় ডান পা আগে বাড়িয়ে হাঁটা শুরু করে তার জীবন সুখময় হয় ও সে জীবনে উন্নতি করে।

৭। যে পুরুষ আগে বাঁ পা বাড়িয়ে হাঁটা শুরু করে তাদের জীবন বাধা ও বিষময় হয়ে থাকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Man walking style Rashi
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE