Advertisement
২৩ এপ্রিল ২০২৪

চন্দ্রের কী প্রভাব সপ্তম ভাবে

রবি আত্মার কারক। আর চন্দ্র মনের কারক। চন্দ্র মানুষের মন, তার ভাল থাকা, মন্দ থাকা, মনের সুস্থতা-অসুস্থতা, মনের উদারতা-নিষ্ঠুরতা নির্দেশ করে। চন্দ্র মাতৃ কারক গ্রহ। চন্দ্র কল্পনার কারক।

পার্থপ্রতিম আচার্য
শেষ আপডেট: ১২ মে ২০১৮ ০০:০১
Share: Save:

রবি আত্মার কারক। আর চন্দ্র মনের কারক। চন্দ্র মানুষের মন, তার ভাল থাকা, মন্দ থাকা, মনের সুস্থতা-অসুস্থতা, মনের উদারতা-নিষ্ঠুরতা নির্দেশ করে। চন্দ্র মাতৃ কারক গ্রহ। চন্দ্র কল্পনার কারক। চন্দ্র জোয়ার-ভাঁটা, পাগলামি, হতাশা বা মনের জোড়কে বোঝায়। আপনার জাতচক্রে চন্দ্র যদি সপ্তম ভাবে থাকে, তবে প্রভাব কি হতে পারে দেখে নিন।

সপ্তম ভাবে চন্দ্রঃ—

১। সপ্তমে চন্দ্রের অবস্থান সুন্দরী, লাবন্যময়ী স্ত্রী আনে। কিন্তু স্ত্রী খুব অভিমানী হয়।

২। সপ্তম ভাবে চন্দ্র ব্যবসার ক্ষেত্রে বিভিন্ন জায়গায় যাওয়া ও প্রভাবশালী মানুষের সঙ্গে যোগাযোগ তৈরি করে।

৩। জাতকের অর্থভাগ্য বিশেষ শুভ হয়।

৪। চন্দ্র ও বৃহস্পতির যোগাযোগে গুণী স্ত্রীর সঙ্গে বিবাহ হয় এবং বিবাহ দ্বারা ভাগ্য উন্নতি হয়।

৫। সপ্তমে ক্ষীণ চন্দ্র বা অশুভ গ্রহের অবস্থান বিবাহ স্থানের ছবিটা সম্পূর্ণ বিপরীত একটি ছবি দেয়।

৬। সপ্তমে শুক্রের অবস্থান একাধিক বিবাহ যোগ দেয়। এছাড়া মঙ্গল ও রাহুর অবস্থান একাধিক বিবাহ যোগ দেয়।

৭। সপ্তমে রাহু খারাপ হলে বা শনি থাকলে বিবাহে বাধা বা অবিবাহিত রাখে।

৮। সপ্তমে শনির অবস্থান একটি শুষ্ক বিবাহিত জীবন দেয়।

৯। চন্দ্র-মঙ্গলের অবস্থান জাতকের একাধিক বিবাহ বা প্রচুর নারী সংসর্গকে বোঝায়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

impact moon life astrology
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE