Advertisement
১৯ এপ্রিল ২০২৪

লগ্নের দ্বাদশ ঘরে রবি থাকলে কি হয় জেনে নিন

লগ্নের দ্বিতীয় ঘরে রবি থাকলে স্ত্রী-পুত্রের সঙ্গে সম্ভাব থাকে না। তার শরীর কৃশ হয়। তার অর্থাভাব ও নানা দুঃখ হয়।

শ্রীমতী অপালা
শেষ আপডেট: ২৯ মার্চ ২০১৮ ০০:০১
Share: Save:

• লগ্নে রবি থাকলে আত্মীয়-বিরোধ ঘটে।

• লগ্নের দ্বিতীয় ঘরে রবি থাকলে স্ত্রী-পুত্রের সঙ্গে সম্ভাব থাকে না। তার শরীর কৃশ হয়। তার অর্থাভাব ও নানা দুঃখ হয়।

• লগ্নের তৃতীয় ঘরে রবি থাকলে ভ্রাতার সঙ্গে বিরোধ হয়।

• লগ্নের চতুর্থ ঘরে রবি থাকলে বিবিধ জনবিহারি, বন্ধুলাভ, যুদ্ধে জয়ী, ধন কলত্র প্রাপ্তি প্রভৃতি শুভ ফল লাভ হয়।

• লগ্নের পঞ্চম ঘরে রবি থাকলে শৈশবে নানা প্রকার ব্যাধি, নানা দুঃখ-দুর্দশা, স্বল্প পুত্র, চপল ও কূটবুদ্ধিযুক্ত হয়।

• লগ্নের ষষ্ঠে রবি থাকলে নানা প্রকার শুভ ফল দান করে।

• লগ্নের সপ্তম ঘরে রবি থাকলে সে কামুক, পাপকার্যে রত, গুপ্ত রোগ হয়।

• লগ্নের অষ্টমে রবি থাকলে সে দাতা, পণ্ডিত হয়। তবে নানা ব্যাধিতে ভোগে। অর্থাভাব হয়ে দুঃখ ভোগ করে।

• লগ্নের নবমে রবি থাকলে ধার্মিক, ধনবান ও পণ্ডিত হয়।

• লগ্নের দশম ঘরে রবি থাকলে সে শুভ ফল লাভ করে।

• লগ্নের একাদশে রবি থাকলে সাময়িক অর্থাভাব হলেও তার আনন্দে অতিবাহিত হয়।

• লগ্নের দ্বাদশ ঘরে রবি থাকলে সে বুদ্ধিহীন, কামুক, দুষ্টুবুদ্ধিযুক্ত ও বিবাদী হয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Astrology Effects of Sun
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE