Advertisement
২৫ এপ্রিল ২০২৪

কোন রাশির গ্রহণ দেখা উচিত, কোন রাশির নয়

গ্রহণ দৃশ্য: কলকাতা-সহ ভারতবর্ষের সমস্ত অঞ্চল থেকেই এই গ্রহণ দেখা যাবে।

ফাইল চিত্র।

ফাইল চিত্র।

পার্থপ্রতিম আচার্য
শেষ আপডেট: ২৭ জুলাই ২০১৮ ০১:০৩
Share: Save:

পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ (কলকাতা-সহ সমগ্র ভারতে দৃশ্য)

১০ শ্রাবণ, ইং ২৭ জুলাই, শুক্রবার, ২০১৮।

পৃথিবীতে গ্রহণ স্পর্শ (আরম্ভ) প্রভৃতি

গ্রহণ স্পর্শ (আরম্ভ) – রাত্রি ঘ ১১/৫৪মিনিট। পূর্ণগ্রাস আরম্ভ (নিমীলন) –রাত্রি ঘ ১/০০মিঃ।

গ্রহণ মধ্য - রাত্রি ঘ ১/৫২মিঃ। পূর্ণগ্রাস সমাপ্তি(উন্মীলন) – রাত্রি ঘ ২/৪৪ মিঃ।

পূর্ণগ্রাস স্থিতি -১ ঘঃ ৪৪মিঃ। গ্রহণ মোক্ষ(সমাপ্তি)- রাত্রি ঘ ত/৪৯মিঃ।

গ্রহণ স্থিতি – ৩ঘঃ ৫৫মিঃ। গ্রাসমান – ১.৬১৪।

গ্রহণ দৃশ্য: কলকাতা-সহ ভারতবর্ষের সমস্ত অঞ্চল থেকেই এই গ্রহণ দেখা যাবে।

এখন দেখে নেওয়া যাক এই গ্রহণ দর্শন কোন কোন রাশির পক্ষে শুভ ও অশুভ—

এই গ্রহণ সিংহ, কন্যা, বৃশ্চিক, ধনু ও মীন রাশির দর্শনে শুভ। উক্ত রাশিতে জন্ম হলেও জন্মতারার জন্য উত্তরফাল্গুনীনক্ষত্রশ্রিত সিংহ ও কন্যারাশির রাত্রি ঘ ১১/৫৪মিঃ গতে ১২/৪০ মিঃ মধ্যে এবং জন্মতারার জন্য উত্তরাষাঢ়ানক্ষত্রাশ্রিত ধনুরাশির রাত্রি ঘ১২/৪০মিঃ গতে দর্শন নিষিদ্ধ। ইহা ছাড়া অন্যরাশির দর্শনে অশুভ। দৈবাৎ দর্শন হইলে ব্রাহ্মণকে স্বর্ণদান কর্তব্য।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE