Advertisement
২০ এপ্রিল ২০২৪
Aries

মাঘী পূর্ণিমার বিশেষ গুরুত্ব এবং টোটকা

এই দিন ভগবান বিষ্ণু অর্থাৎ নারায়ণের পুজো করতে হবে এবং ভগবান শ্রীবিষ্ণুকে দুর্বা, তুলসি, ফল এবং মিষ্টান্ন অবশ্যই অর্পণ করতে হবে। এ ছাড়া নারায়ণ এবং মা লক্ষ্মীর পুজোও করা যেতে পারে।

এই দিন উপবাস রাখা খুবই ভাল।

এই দিন উপবাস রাখা খুবই ভাল।

 শ্রীমতী অপালা
শেষ আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২১ ০৮:২০
Share: Save:

সনাতন ধর্ম অনুযায়ী বাঙালিদের কাছে মাঘী পূর্ণিমার গুরুত্ব অপরিসীম। এই দিনটিকে অতি পবিত্র দিন হিসেবে ধরা হয়। এই দিন নানা কাজের মাধ্যমে জীবনে পূণ্য অর্জন করা যায়। মাঘী পূর্ণিমার দিন এমন কিছু কাজ রয়েছে যা সঠিক নিয়মে পালন করলে সৌভাগ্য বৃদ্ধি পায়।

দেখে নেওয়া যাক কাজগুলো কী—

• এই দিন ভগবান বিষ্ণু অর্থাৎ নারায়ণের পুজো করতে হবে এবং ভগবান শ্রীবিষ্ণুকে দুর্বা, তুলসি, ফল এবং মিষ্টান্ন অবশ্যই অর্পণ করতে হবে। এ ছাড়া নারায়ণ এবং মা লক্ষ্মীর পুজোও করা যেতে পারে।

• এই দিন গঙ্গা স্নানের মাহাত্ম্য প্রচুর। এই দিন গঙ্গা স্নান করলে পুণ্য অর্জন করা যায় এবং মনে করা হয় মাঘী পুর্নিমার পূণ্য তিথিতে স্বয়ং নারায়ণের বাস থাকে গঙ্গায় তাই যদি এই তিথিতে গঙ্গায় স্নান করা হয় তা হলে জীবন থেকে দুঃখ, রোগব্যাধি একেবারে মুছে যায় এবং জীবন সুখ সমৃদ্ধিতে ভরে ওঠে। অন্যান্য দিনের তুলনায় এই দিন গঙ্গা স্নান করা অত্যন্ত ভাল বলে মনে করা হয়।

• মাঘী পূর্ণিমার দিন গঙ্গায় স্নান করার সময় অবশ্যই এই মন্ত্রটি জপ করুন

মন্ত্র— ওঁ বাসুদেবায় নমঃ।।

• এই দিন উপবাস রাখা খুবই ভাল। উপবাস থেকে স্নান পর্ব সারার পরই পুজো অর্চনা করতে হবে।

• পুজো শেষের পরে ভগবান শ্রীবিষ্ণুর ধ্যান অবশ্যই করতে হবে।

• এই দিন বাড়িতে অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করতে হবে।

• এই দিন বুদ্ধদেবের ধ্যান করলেও যথেষ্ট পুণ্য অর্জন করা যায়।

• সব শেষে নিজের যেটুকু সম্ভব গরিবদের দান করতে হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Aries
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE