কন্যা রাশিচক্রের ষষ্ঠ রাশি। রাশি অধিপতি বুধ অবস্থান করছে কুম্ভ (ষষ্ঠ) রাশিতে। রাশি অধিপতি বুধ ৩০ জানুয়ারি থেকে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত বক্রগতিতে অবস্থান করবে।
আরও পড়ুনসিংহ রাশিচক্রের পঞ্চম রাশি। রাশি অধিপতি রবি অবস্থান করছে মকর (ষষ্ঠ) রাশিতে। আগামী ১২ ফেব্রুয়ারি রাশি পরিবর্তন করে কুম্ভ রাশিতে গমন করবে। বৃশ্চিক (চতুর্থ) রাশিতে অবস্থান করছে কেতু।
আরও পড়ুনরাশির সঙ্গে শনি বৃহস্পতি এবং মঙ্গলের সম্পর্কের ফলে শারীরিক উদ্দীপনা এবং মানসিক শক্তির ক্ষেত্রে মধ্যম ফল আশা করা যায়। রাগ বা উত্তেজনার সম্ভাবনা আছে।
আরও পড়ুনমিথুন রাশিচক্রের তৃতীয় রাশি। রাশি অধিপতি বুধ অবস্থান করছে কুম্ভ রাশিতে। মাসের প্রথম থেকে ২১ তারিখ পর্যন্ত বুধের বক্রী অবস্থান। আগামী ৪ ফেব্রুয়ারি ফের মকরে গমন করে সেখানে অবস্থান করবে ফেব্রুয়ারি মাস জুড়ে।
আরও পড়ুনবৃষ রাশিচক্রের দ্বিতীয় রাশি। অধিপতি শুক্র। বৃষ রাশিতে অবস্থান করছে রাহু। রাশি অধিপতি শুক্র অবস্থান করছে মকরে। আগামী ২১ ফেব্রুয়ারি রাশি পরিবর্তন করে পরবর্তী কুম্ভ রাশিতে গমন করবে।
আরও পড়ুনমেষ রাশিচক্রের প্রথম রাশি। রাশি অধিপতি মঙ্গল অবস্থান করছে নিজ রাশিতে। আগামী ২২ ফেব্রুয়ারি রাশি পরিবর্তন করে পরবর্তী বৃষ রাশিতে গমন করবে। বৃষ (দ্বিতীয়) রাশিতে অবস্থান করছে রাহু।
আরও পড়ুন