Advertisement
১৯ এপ্রিল ২০২৪

জীবনে প্রেম আসবে কি না বুঝতে পারছেন না? দেখে নিন গ্রহের কোন অবস্থানে প্রেম আসে

শুক্র আর চন্দ্রের যোগ জাতকের প্রেমের মধ্যে রসিকতা, আকর্ষণ, একাত্মতা তৈরি হয়। এই যোগে অনেক জাতকের বিবাহ বহির্ভূত সম্বন্ধ হতে দেখা যায়।

শ্রীমতী অপালা
শেষ আপডেট: ২৯ জুলাই ২০১৯ ০০:০৫
Share: Save:

১) পঞ্চম ভাব এবং সপ্তম ভাবের অধিপতিদের পরিবর্তন যোগ, পঞ্চম পতি এবং সপ্তম পতির যুক্তি তথা পঞ্চম পতি আর সপ্তম পতির মধ্যে দৃষ্টির সম্বন্ধ থাকলে প্রেম বিবাহ যোগ তৈরি হয়।

২) জন্মকুণ্ডলীতে পঞ্চম ভাব, সপ্তম ভাব তথা একাদশ ভাবের অধিপতিদের মধ্যে পরস্পর সম্বন্ধ থাকলে প্রেম বিবাহ যোগ তৈরি করে।

৩) পঞ্চম ভাবে শুক্র আর চন্দ্রের যোগ, পঞ্চম পতির শুক্র আর চন্দ্রের সঙ্গে সম্বন্ধ প্রেম বিবাহ যোগ তৈরি করে।

৪) শুক্র এবং বৃহস্পতির সম্বন্ধিত যোগ জাতকের আধ্যাত্মিক প্রেম যোগ তৈরি করে।

আরও পড়ুন:কোন রাশির সঙ্গে কোন রাশির প্রেমের সম্পর্ক মজবুত হয় (দ্বিতীয় পর্ব)

৫) মঙ্গল যদি পঞ্চম ভাব বা তার অধিপতির সঙ্গে সম্বন্ধিত হয়, তা হলে প্রেম বিবাহ যোগ তৈরি হয়।

৬) শুক্র আর চন্দ্রের যোগ জাতকের প্রেমের মধ্যে রসিকতা, আকর্ষণ, একাত্মতা তৈরি হয়। এই যোগে অনেক জাতকের বিবাহ বহির্ভূত সম্বন্ধ হতে দেখা যায়।

৭) যখন শুক্র শনি অথবা রাহু দ্বারা দৃষ্ট থাকে বা শুক্রের শনি অথবা রাহুর সঙ্গে যুক্ত থাকে তা হলে প্রেম বিবাহের যোগ তৈরি হয়।

৮) যদি চন্দ্রের লগ্ন ভাবের সঙ্গে সম্বন্ধ থাকে অথবা লগ্নপতির সপ্তম ভাব অথবা সপ্তম ভাবের স্থিত গ্রহের সঙ্গে সম্বন্ধ হয়, তা হলে প্রেম বিবাহ যোগ তৈরি হয়। শুক্রের শুভ গ্রহের সঙ্গে যোগ তথা জন্ম কুণ্ডলীর প্রথম ভাব, পঞ্চম ভাব আর নবম ভাবের ওপর বৃহস্পতির প্রভাব থাকে। লগ্ন ভাবে সঙ্গে যদি শুভ রাশি এবং শুভ গ্রহের প্রভাব থাকে, তথা মঙ্গল আর পঞ্চম ভাব বলবান থাকে, তা হলে জাতক চরিত্রবান আদর্শ প্রেমিক হয়। এই ব্যক্তির প্রেম উচ্চকোটির হয়।

৯) পঞ্চম ভাবের অধিপতির সপ্তম ভাবের সঙ্গে অথবা সপ্তম ভাবে স্থিত গ্রহের সঙ্গে সম্বন্ধ থাকলে জাতকের প্রেম বিবাহ হয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Love Relationship
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE