Advertisement
২৪ এপ্রিল ২০২৪
Ram Navami

Ram Navami 2022: সৌভাগ্যের দরজা খুলতে রামনবমীতে পালন করুন এই বিধিগুলি

২৬ চৈত্র রবিবার পালিত হবে রামনবমী। এই দিন পুরুষোত্তম রামচন্দ্রের জন্মদিবস। এই দিনটা খুবই পবিত্র।

প্রতীকী চিত্র।

প্রতীকী চিত্র।

শ্রীমতী অপালা
শেষ আপডেট: ১০ এপ্রিল ২০২২ ০৮:৫০
Share: Save:

২৬ চৈত্র রবিবার পালিত হবে রামনবমী। এই দিন পুরুষোত্তম রামচন্দ্রের জন্মদিবস। এই দিনটা খুবই পবিত্র। রামনবমী আমাদের দেশের নানা জায়গায় পালিত হয়। কিছু বিধি রয়েছে যা পালন করতে পারলে অন্য দিনের তুলনায় বেশি উপকার পাওয়া যায়।

দেখে নেব বিধিগুলি

• এই দিন ন’টি কড়ি একত্রে একটা কালো সুতো দিয়ে বেঁধে কাপড়ে মুড়ে নিজের টাকা রাখার জায়গায় রেখে দিন।

• এই দিন মন্দিরে রাম সীতার যুগল মুর্তিতে কমলা সিঁদুর এবং লাল ওড়না অর্পণ করুন।

• এই দিন সামান্য দই নিয়ে তার মধ্যে কলাইয়ের ডাল এবং সিঁদুর মাখিয়ে বট বা অশ্বত্থ গাছের তলায় সন্ধ্যাবেলা রেখে আসুন। কিন্তু এই ক্রিয়া করতে যেন আপনাকে কেউ না দেখে।

• এই দিন পাঁচ বা সাতজন সধবা স্ত্রীকে কমলা সিঁদুর দান করুন।

আরও পড়ুন:

• পাঁচ বছরের কম বয়সের ন’টি বাচ্চা মেয়েকে বাড়িতে খাওয়ান এবং তাঁদের পছন্দ মতো কিছু উপহার দিন।

• এই দিন ন’টি অশ্বত্থ পাতায় কমলা সিঁদুর দিয়ে ‘শ্রী রাম’ লিখে রামচন্দ্রের চরণে অর্পণ করুণ এবং মনের যা কামনা রয়েছে মনে মনে বলুন।

• সম্পত্তি বৃদ্ধি করতে এই দিন ন’টি মাটির প্রদীপ ঘরের ঈশান কোণে প্রজ্বলিত করুন এবং যতক্ষণ পর্যন্ত না প্রদীপগুলো নিজের থেকে নিভে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত নিভিয়ে দেবেন না।

• এই দিন যদি সম্ভব হয় তা হলে সাদা গরুর মাথায় কমলা সিঁদুর লাগিয়ে দিন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Ram Navami
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE