Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Vastu Shastra

কখন ব্যবসা শুরু করলে প্রতিষ্ঠা বা শ্রীবৃদ্ধির সম্ভাবনা বেশি

জীবিকা বিভিন্ন ধরনের হয়। কেউ চাকরি করেন আবার কেউ স্বনির্ভর। ব্যবসাও এক ধরনের স্বনির্ভর পেশা। দোকান করে ব্যবসা করতে হয় কখনও দোকান ছাড়াও ব্যবসা করা যায়।

জ্যোতিষশাস্ত্র অনুযায়ী মুহূর্ত অর্থাৎ বার, তিথি, নক্ষত্র ইত্যাদির গুরুত্ব অনেক।

জ্যোতিষশাস্ত্র অনুযায়ী মুহূর্ত অর্থাৎ বার, তিথি, নক্ষত্র ইত্যাদির গুরুত্ব অনেক।

সুপ্রিয় মিত্র
শেষ আপডেট: ০৯ মে ২০২১ ০৭:৪৩
Share: Save:

জীবিকা বিভিন্ন ধরনের হয়। কেউ চাকরি করেন আবার কেউ স্বনির্ভর। ব্যবসাও এক ধরনের স্বনির্ভর পেশা। দোকান করে ব্যবসা করতে হয় কখনও দোকান ছাড়াও ব্যবসা করা যায়। যাই হোক, মূল লক্ষ্য থাকে ব্যবসা প্রতিষ্ঠা করা এবং ব্যাবসার শ্রীবৃদ্ধি ঘটানো। সকলেই ব্যবসায় প্রতিষ্ঠা এবং শ্রীবৃদ্ধির কামনা নিয়েই ব্যাবসা শুরু করেন। কিন্তু সবসময় তা হয় না। কখনও কখনও বিধি হয় বাম। সে সব ক্ষেত্রে ব্যবসা প্রতিষ্ঠিত হয় না। ব্যবসা ঠিক চলছে না, আয় ঠিক হচ্ছে না, ধার বেড়া চলেছে ইত্যাদি বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। এই ধরনের সমস্যার অনেক কারণ থাকতে পারে যার কিছু কারণ পেলেও কিছু পাওয়া যায় না। অনেক কারণের মধ্যে একটি হল সঠিক সময় যেমন বার, তিথি, নক্ষত্র অনুযায়ী ব্যবসা শুরু করা বা না করা।

জ্যোতিষশাস্ত্র অনুযায়ী মুহূর্ত অর্থাৎ বার, তিথি, নক্ষত্র ইত্যাদির গুরুত্ব অনেক। সঠিক সময়মতো পঞ্চাঙ্গ মেনে ব্যবসা শুরু করলে ব্যবসায় প্রতিষ্ঠা এবং শ্রীবৃদ্ধির সম্ভাবনা অনেক বেড়ে যায়।

বার– বুধ, বৃহস্পতি এবং শুক্রবার ব্যবসা বা দোকান শুরুর শুভ বার।

তিথি– দ্বিতীয়া, তৃতীয়া, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, দশমী, একাদশী এবং ত্রয়োদশী তিথি ব্যবসা বা দোকান শুরুর ক্ষেত্রে শুভ।

নক্ষত্র– পুষ্যা, উত্তরফাল্গুনী, হস্তা, চিত্রা, উত্তরআষাঢ়, উত্তরভাদ্রপদ নক্ষত্র ব্যবসা বা দোকান শুরুর ক্ষেত্রে শুভ।

লগ্ন যখন স্থির রাশিতে যেমন বৃষ, সিংহ, বৃশ্চিক এবং কুম্ভ লগ্নে তখন ব্যবসা শুরুর ক্ষেত্রে শুভ।

চন্দ্রের অবস্থান যখন কন্যা, বৃশ্চিক এবং মীন রাশিতে, তখন সময় শুভ সময় নয়।

ব্যবসার সুপ্রতিষ্ঠা এবং শ্রীবৃদ্ধির ক্ষেত্রে বাস্তু বিচারও গুরুত্বপূর্ণ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Vastu Shastra
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE