Advertisement
১৭ এপ্রিল ২০২৪

১৪২৬ সনের শ্রীশ্রীবাসন্তী দুর্গাপূজার নির্ঘন্ট ও সময়সূচি

দুর্গাপূজা বা দুর্গোৎসব, সনাতনী হিন্দু সম্প্রদায়ের দেবী দুর্গাকে কেন্দ্র করে প্রচলিত এক বৃহৎ উৎসব। এই পূজা সমগ্র হিন্দু সমাজেরই প্রচলিত উৎসব। তবে বাঙালি হিন্দু সমাজে এটি অন্যতম বিশেষ ধর্মীয় ও প্রধান সামাজিক উৎসব। আশ্বিন বা চৈত্রমাসের শুক্লপক্ষে দুর্গাপূজা করা হয়।

পার্থপ্রতিম আচার্য
শেষ আপডেট: ২২ মার্চ ২০২০ ০০:২০
Share: Save:

দুর্গাপূজা বা দুর্গোৎসব, সনাতনী হিন্দু সম্প্রদায়ের দেবী দুর্গাকে কেন্দ্র করে প্রচলিত এক বৃহৎ উৎসব। এই পূজা সমগ্র হিন্দু সমাজেরই প্রচলিত উৎসব। তবে বাঙালি হিন্দু সমাজে এটি অন্যতম বিশেষ ধর্মীয় ও প্রধান সামাজিক উৎসব। আশ্বিন বা চৈত্রমাসের শুক্লপক্ষে দুর্গাপূজা করা হয়। আশ্বিন মাসের দুর্গাপূজা শারদীয়া দুর্গাপূজা এবং চৈত্র মাসের দুর্গাপূজা বাসন্তী দুর্গাপূজা নামে পরিচিত। শারদীয়া দুর্গাপূজার জনপ্রিয়তা বেশি। বাসন্তী দুর্গাপূজা মূলত কয়েকটি জায়গায় সীমাবদ্ধ। আর কয়েক দিন পরে বাসন্তী পূজা।

আসুন জেনে নেওয়া যাক ১৪২৬ সনের শ্রীশ্রীবাসন্তী দুর্গাপূজার নির্ঘণ্ট ও সময়সূচি:

বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে:

ষষ্ঠী তিথি আরম্ভ:

বাংলা তারিখ: ১৫ চৈত্র ১৪২৬, রবিবার।

ইংরেজি তারিখ: ২৯/০৩/২০২০।

সময়: রাত্রি ০২টো ০২ মিনিট থেকে।

ষষ্ঠী তিথি শেষ:

বাংলা: ১৬ চৈত্র ১৪২৬, সোমবার।

ইংরেজি তারিখ: ৩০/০৩/২০২০।

সময়: রাত্রি সওয়া ৩টে পর্যন্ত।

শ্রীশ্রীবাসন্তী দুর্গাষষ্ঠী:

আরও পড়ুন: মা লক্ষীর প্রিয় এই সব গাছ বাড়িতে লাগান ও ধনসম্পত্তি বৃদ্ধি করুন

সময়: অশোক ষষ্ঠী, মতান্তরে স্কন্দষষ্ঠী, সায়ংকালে শ্রীশ্রীবাসন্তীদুর্গাদেবীর আমন্ত্রণ ও অধিবাস। (কামরূপীয় নিবন্ধানুসারে সকাল ৯টা ৩৯ মিনিট মধ্যে) শ্রীশ্রীবাসন্তীদুর্গাদেবীর ষষ্ঠ্যাদি কল্পারম্ভ ও ষষ্ঠী বিহিত পূজা প্রশস্তা।

সপ্তমী তিথি আরম্ভ:

বাংলা: ১৬ চৈত্র ১৪২৬, সোমবার।

ইংরেজি তারিখ: ৩০/০৩/২০২০।

সময়: রাত্রি সওয়া ৩টে থেকে।

সপ্তমী তিথি শেষ:

বাংলা তারিখ: ১৭ চৈত্র ১৪২৬, মঙ্গলবার

ইংরেজি তারিখ: ৩১/৩/২০২০।

সময়: রাত্রি ৩টে ৫০ মিনিট পর্যন্ত।

শ্রীশ্রী দুর্গাদেবীর সপ্তমী বিহিত পূজা:

বাংলা তারিখ: ১৭ চৈত্র ১৪২৬, মঙ্গলবার

ইংরেজি তারিখ: ৩১/৩/২০২০।

সময়: পূর্বাহ্ন ৯টা ৩৯ মিনিটের মধ্যে কিন্তু বারবেলানুরোধে সকাল ৭টা ৭ মিনিট মধ্যে। পুনরায় ৮টা ৩৮ মিনিট থেকে ৯টা ৩৯ মিনিটের মধ্যে শ্রীশ্রী বাসন্তী দুর্গাদেবীর নবপত্রিকা প্রবেশ, স্থাপন ও সপ্তম্যাদি কল্পারম্ভ এবং সপ্তমীবিহিত পূজা প্রশস্তা।

শ্রীশ্রীদেবীর ঘোটকে আগমন।

ফল: ছত্রভঙ্গস্তুরঙ্গমে।

অষ্টমী তিথি আরম্ভ:

বাংলা তারিখ: ১৭ চৈত্র ১৪২৬, মঙ্গলবার

ইংরেজি তারিখ: ৩১/৩/২০২০।

সময়: রাত্রি ০৩টে ৫০ মিনিট থেকে।

অষ্টমী তিথি শেষ:

বাংলা তারিখ: ১৮ চৈত্র ১৪২৬, বুধবার।

ইংরেজি তারিখ: ০১/০৪/২০২০।

সময়: রাত্রি ০৩টে ৪১ মিনিট পর্যন্ত।

শ্রীশ্রীবাসন্তী দুর্গাদেবীর মহাষ্টমী বিহিত পূজা:

বাংলা তারিখ: ১৮ চৈত্র ১৪২৬, বুধবার।

ইংরেজি তারিখ: ০১/০৪/২০২০।

সময়: পূর্বাহ্ন ০৯টা ৩৮ মিনিট মধ্যে কিন্তু বারবেলানুরোধে সকাল ৮টা ৩৬ মিনিট মধ্যে শ্রীশ্রীবাসন্তী দুর্গাদেবীর অষ্টমী বিহিত পূজা এবং কেবল অষ্টমী কল্পে পূজা প্রশস্তা। শ্রীশ্রীঅন্নপূর্ণা পূজা।

সন্ধিপূজারম্ভ:

সময়: রাত্রি ৩টে ১৭ মিনিট থেকে।

সন্ধিপূজা সমাপন:

সময়: রাত্রি ০৪টে ০৫ মিনিট মধ্যে।

বলিদান:

সময়: রাত্রি ৩টে ৪১ মিনিটের পর।

শ্রীশ্রীবাসন্তী দুর্গাদেবীর অর্দ্ধরাত্রি বিহিত পূজা:

সময়: রাত্রি ১১টা ১৬ মিনিট থেকে রাত্রি ১২টা ০৪ মিনিটের মধ্যে।

নবমী তিথি আরম্ভ:

বাংলা তারিখ: ১৮ চৈত্র ১৪২৬, বুধবার।

ইংরেজি তারিখ: ০১/০৪/২০২০।

সময়: রাত্রি ০৩টে ৪১ মিনিট থেকে।

নবমী তিথি শেষ:

বাংলা তারিখ: ১৯ চৈত্র ১৪২৬, বৃহস্পতিবার।

ইংরেজি তারিখ: ০২/০৪/২০২০।

সময়: রাত্রি ২টো ৪৩ মিনিট পর্যন্ত।

শ্রীশ্রীবাসন্তী দুর্গাদেবীর মহানবমী বিহিত পূজা:

বাংলা তারিখ: ১৯ চৈত্র ১৪২৬, বৃহস্পতিবার।

ইংরেজি তারিখ: ০২/০৪/২০২০।

সময়: পূর্বাহ্ন ৯টা ৩৮ মিনিটের মধ্যে শ্রীশ্রীবাসন্তী দুর্গাদেবীর নবমীবিহিত পূজা ও কেবল নবমী কল্পারম্ভ, শ্রীশ্রীভুবনেশ্বরীদেব্যাবির্ভাব ক্রোধরাত্রি নিমিত্তানুষ্ঠান, শ্রীশ্রীরামনবমী, শ্রীশ্রীরামজয়ন্তী।

দশমী তিথি আরম্ভ:

বাংলা তারিখ: ১৯ চৈত্র ১৪২৬, বৃহস্পতিবার।

ইংরেজি তারিখ: ০২/০৪/২০২০।

সময়: রাত্রি ২টো ৪৩ মিনিট থেকে।

দশমী তিথি শেষ:

বাংলা তারিখ: ২০ চৈত্র ১৪২৬, শুক্রবার।

ইংরেজি তারিখ: ০৩/০৪/২০২০।

সময়: রাত্রি ১২টা ৫৯ মিনিট পর্যন্ত।

শ্রীশ্রীবাসন্তী দুর্গাদেবীর দশমী বিহিত পূজা ও বিসর্জন:

বাংলা তারিখ: ২০ চৈত্র ১৪২৬, শুক্রবার।

ইংরেজি তারিখ: ০৩/০৪/২০২০।

সময়: সকাল ৯টা ৩৭ মিনিটের মধ্যে কিন্তু বারবেলানুরোধে সকাল ০৮টা ৩৬ মিনিটের মধ্যে শ্রীশ্রীবাসন্তী দুর্গাদেবীর দশমী বিহিত পূজা সমাপন ও বিসর্জন প্রশস্তা।

শ্রীশ্রীদেবীর দোলায় গমন।

ফল: দোলায়াং মরকং ভবেৎ।

গুপ্তপ্রেস পঞ্জিকা মতে:

ষষ্ঠী তিথি আরম্ভ:

বাংলা তারিখ: ১৫ চৈত্র ১৪২৬, রবিবার।

ইংরেজি তারিখ: ২৯/০৩/২০২০।

সময়: রাত্রি ১০/১৬/১৮ সেকেন্ড থেকে।

ষষ্ঠী তিথি শেষ:

বাংলা: ১৬ চৈত্র ১৪২৬, সোমবার।

ইংরেজি তারিখ: ৩০/০৩/২০২০।

সময়: রাত্রি ১০টা ৪২ মিনিট ৪৬ সেকেন্ড পর্যন্ত।

শ্রীশ্রীবাসন্তী দুর্গাষষ্ঠী:

সময়: অশোক ষষ্ঠী সায়ংকালে শ্রীশ্রীবাসন্তীদুর্গাদেবীর আমন্ত্রণ ও অধিবাস। শ্রীশ্রীবাসন্তীদুর্গাদেবীর ষষ্ঠ্যাদি কল্পারম্ভ ও ষষ্ঠী বিহিত পূজা প্রশস্তা।

সপ্তমী তিথি আরম্ভ:

বাংলা: ১৬ চৈত্র ১৪২৬, সোমবার।

ইংরেজি তারিখ: ৩০/০৩/২০২০।

সময়: রাত্রি ১০টা ৪২ মিনিট ৪৬ সেকেন্ড পর্যন্ত।

সপ্তমী তিথি শেষ:

বাংলা তারিখ: ১৭ চৈত্র ১৪২৬, মঙ্গলবার

ইংরেজি তারিখ: ৩১/৩/২০২০।

সময়: রাত্রি ১০টা ৩৮ মিনিট ০৫ সেকেন্ড পর্যন্ত।

শ্রীশ্রী দুর্গাদেবীর সপ্তমী বিহিত পূজা:

বাংলা তারিখ: ১৭ চৈত্র ১৪২৬, মঙ্গলবার

ইংরেজি তারিখ: ৩১/৩/২০২০।

সময়: পূর্বাহ্ন ৯টা ৩৮ মিনিট ৪৬ সেকেন্ড মধ্যে কিন্তু বারবেলানুরোধে সকাল ৭টা ৬ মিনিট ১১ সেকেন্ড মধ্যে পুনরায় ৮টা ৩৭ মিনিট ৪৪ সেকেন্ড থেকে পূর্বাহ্ন মধ্যে শ্রীশ্রী বাসন্তী দুর্গাদেবীর নবপত্রিকা প্রবেশ, স্থাপন ও সপ্তম্যাদি কল্পারম্ভ এবং সপ্তমীবিহিত পূজা প্রশস্তা।

শ্রীশ্রীদেবীর ঘোটকে আগমন।

ফল: ছত্রভঙ্গস্তুরঙ্গমে।

রাত্রি ১১টা ১৬ মিনিট ৫০ সেকেন্ড থেকে ১২টা ০৪ মিনিট ৫০ সেকেন্ড মধ্যে দেবীর অর্ধরাত্র বিহিত পূজা।

অষ্টমী তিথি আরম্ভ:

বাংলা তারিখ: ১৭ চৈত্র ১৪২৬, মঙ্গলবার

ইংরেজি তারিখ: ৩১/৩/২০২০।

সময়: রাত্রি ১০টা ৩৮ মিনিট ০৫ সেকেন্ড থেকে।

অষ্টমী তিথি শেষ:

বাংলা তারিখ: ১৮ চৈত্র ১৪২৬, বুধবার।

ইংরেজি তারিখ: ০১/০৪/২০২০।

সময়: রাত্রি ১০টা ০৩ মিনিট ৫২ সেকেন্ড পর্যন্ত।

শ্রীশ্রীবাসন্তী দুর্গাদেবীর মহাষ্টমী বিহিত পূজা:

বাংলা তারিখ: ১৮ চৈত্র ১৪২৬, বুধবার।

ইংরেজি তারিখ: ০১/০৪/২০২০।

সময়: পূর্বাহ্ন ০৯টা ৩৮ মিনিট ১৪ সেকেন্ড মধ্যে কিন্তু বারবেলানুরোধে সকাল ৮টা ৩৭ মিনিট ০৫ সেকেন্ড মধ্যে শ্রীশ্রীবাসন্তী দুর্গাদেবীর অষ্টমী বিহিত পূজা এবং কেবল অষ্টমী কল্পে পূজা প্রশস্তা। শ্রীশ্রীঅন্নপূর্ণা পূজা।

সন্ধিপূজারম্ভ:

সময়: রাত্রি ০৯টা ৩৯ মিনিট ৫২ সেকেন্ড থেকে।

সন্ধিপূজা সমাপন:

সময়: রাত্রি ১০টা ২৭ মিনিট ৫২ সেকেন্ড মধ্যে।

বলিদান:

সময়: রাত্রি ১০টা ০৩ মিনিট ৫২ সেকেন্ডের পর।

নবমী তিথি আরম্ভ:

বাংলা তারিখ: ১৮ চৈত্র ১৪২৬, বুধবার।

ইংরেজি তারিখ: ০১/০৪/২০২০।

সময়: রাত্রি ১০টা ০৩ মিনিট ৫২ সেকেন্ড থেকে।

নবমী তিথি শেষ:

বাংলা তারিখ: ১৯ চৈত্র ১৪২৬, বৃহস্পতিবার।

ইংরেজি তারিখ: ০২/০৪/২০২০।

সময়: রাত্রি ০৯টা ০১ মিনিট ৫২ সেকেন্ড পর্যন্ত।

শ্রীশ্রীবাসন্তী দুর্গাদেবীর মহানবমী বিহিত পূজা:

বাংলা তারিখ: ১৯ চৈত্র ১৪২৬, বৃহস্পতিবার।

ইংরেজি তারিখ: ০২/০৪/২০২০।

সময়: পূর্বাহ্ন ৯টা ৩৭ মিনিট ৪৩ সেকেন্ড মধ্যে শ্রীশ্রীবাসন্তী দুর্গাদেবীর নবমীবিহিত পূজা ও কেবল নবমী কল্পারম্ভ, শ্রীশ্রীভুবনেশ্বরীদেব্যাবির্ভাব ক্রোধরাত্রি নিমিত্তানুষ্ঠান, শ্রীশ্রীরামনবমী, শ্রীশ্রীরামজয়ন্তী।

দশমী তিথি আরম্ভ:

বাংলা তারিখ: ১৯ চৈত্র ১৪২৬, বৃহস্পতিবার।

ইংরেজি তারিখ: ০২/০৪/২০২০।

সময়: রাত্রি ০৯টা ০১ মিনিট ৫২ সেকেন্ড থেকে।

দশমী তিথি শেষ:

বাংলা তারিখ: ২০ চৈত্র ১৪২৬, শুক্রবার।

ইংরেজি তারিখ: ০৩/০৪/২০২০।

সময়: রাত্রি ০৭টা ৩৪ মিনিট ০৩ সেকেন্ড পর্যন্ত।

শ্রীশ্রীবাসন্তী দুর্গাদেবীর দশমী বিহিত পূজা ও বিসর্জন:

বাংলা তারিখ: ২০ চৈত্র ১৪২৬, শুক্রবার।

ইংরেজি তারিখ: ০৩/০৪/২০২০।

সময়: সকাল ৯টা ৩৭ মিনিট ১০ সেকেন্ড মধ্যে কিন্তু বারবেলানুরোধে সকাল ০৮টা ৩৫ মিনিট ৪৮ সেকেন্ড মধ্যে শ্রীশ্রীবাসন্তী দুর্গাদেবীর দশমী বিহিত পূজা সমাপন ও বিসর্জন প্রশস্তা।

শ্রীশ্রীদেবীর দোলায় গমন।

ফল: মড়ক।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Basanti Puja
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE