Advertisement
২৬ এপ্রিল ২০২৪

হাতের করতলে বৃহৎ চতুর্ভুজ রেখা সম্পর্কে জেনে নিন

হৃদয়রেখা ও শিরোরেখার মধ্যস্থ চতুষ্কোণ ক্ষেত্রকে বলা হয় বৃহৎ চতুর্ভুজ। এই চতুর্ভুজটি হৃদয়রেখ ও শিরোরেখার সঙ্গে ভাগ্যরেখা ও স্বাস্থ্যরেখার মিলনে গঠিত হয়। এর মধ্যে এই চতুর্ভুজ স্পষ্ট থাকলে তা জাতকের রক্ষা কবচতুল্য কাজ করে।

শ্রীমতী অপালা
শেষ আপডেট: ০১ মার্চ ২০১৮ ০০:০২
Share: Save:

হৃদয়রেখা ও শিরোরেখার মধ্যস্থ চতুষ্কোণ ক্ষেত্রকে বলা হয় বৃহৎ চতুর্ভুজ। এই চতুর্ভুজটি হৃদয়রেখ ও শিরোরেখার সঙ্গে ভাগ্যরেখা ও স্বাস্থ্যরেখার মিলনে গঠিত হয়। এর মধ্যে এই চতুর্ভুজ স্পষ্ট থাকলে তা জাতকের রক্ষা কবচতুল্য কাজ করে।

• যে সব ক্ষেত্রে অন্য চিহ্ন বা রেখাদি দ্বারা অশুভ চিহ্ন সূচিত হয়, সেই সব স্থানে যদি এই বৃহৎ চতুর্ভুজ থাকে, তবে তা জাতকের সকল অশুভ থেকে পরিত্রাণ বোঝায়।

• তাছাড়া ঐ চতুষ্কোণ চিহ্ন জাতকের বাড়ি, গাড়ি, যানবাহন ইত্যাদি উপভোগ ও লোকহিতকর কার্যে দান ইত্যাদি বোঝায়।

• যদি কর-চতুষ্কোণ চতুর্তুজ কেন্দ্র শনির দিকে বেশি চওড়া হয় তবে জাতক নিজের খ্যাতি ও যশের প্রতি দৃষ্টিপাত করে না। এক বিশেষ দৃষ্টি কোন থেকে আধ্যাত্মিক জীবনদর্শন বিচার করে। আর এটি যদি রবির ক্ষেত্রের দিকে বেশি চওড়া হয় তাহলে নিজের খ্যাতি ও পতিপত্তির দিকে বেশি নজর রাখে। রক্তচাপ জনিত রোগে আক্রান্ত হয়।

• যদি কর-চতুষ্কোণের সঙ্গে হাতে শুক্র-বন্ধনী থাকে; তাহলে জাতক যশস্বী হয় ও কাব্য, শিল্পী, রচনা, সঙ্গীত ইত্যাদি যে কোনও শিল্প বিষয়ক কার্যে প্রচুর অর্থ উপার্জন করে একই ভাবে জনপ্রিয়, বিখ্যাত ও ধনী হয়।

• কর-চতুষ্কোণ সমভাবে চওড়া হলে অর্থাৎ কোনও দিকে অবনত বা দীর্ঘ না হলে জীবনে খুব শুভ ফল পায়।

• যদি চতুষ্কোণ অস্পষ্ট বা ছিন্ন হলে জাতক অস্থির চিত্ত ও ভীরু স্বভাবের হয়ে থাকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

four sided mark palm Astrology
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE