Advertisement
১৬ এপ্রিল ২০২৪

আপনার ষণ্ণাড়ী চক্র কেমন? এর ফলাফল জানলে চমকে যাবেন

জন্ম নক্ষত্রকে কেন্দ্র করে একটি বিশেষ নিয়মে পর্যায়ক্রমিক ভাবে আরও পাঁচটি(৫+১= সর্বমোট ৬টি) নক্ষত্রের সমাবেশ দ্বারা যে চক্রটি প্রস্তুত হয়, তাকেই ‘ষণ্ণাড়ী’ অর্থাৎ ষড়(ছয়) নাড়ী(নক্ষত্র) চক্র বলে।

পার্থপ্রতিম আচার্য
শেষ আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০১৮ ০০:০০
Share: Save:

ষণ্ণাড়ী চক্র কী?

জন্ম নক্ষত্রকে কেন্দ্র করে একটি বিশেষ নিয়মে পর্যায়ক্রমিক ভাবে আরও পাঁচটি(৫+১= সর্বমোট ৬টি) নক্ষত্রের সমাবেশ দ্বারা যে চক্রটি প্রস্তুত হয়, তাকেই ‘ষণ্ণাড়ী’ অর্থাৎ ষড়(ছয়) নাড়ী(নক্ষত্র) চক্র বলে।

এই চক্রের ছয়টি নাড়ী বা নক্ষত্রের নাম যথাক্রমে—

১। জন্ম নাড়ী, ২। কর্ম নাড়ী, ৩। সাংঘাতিক নাড়ী, ৪। সমুদয় নাড়ী, ৫। বিনাশ নাড়ী, ৬। মানস নাড়ী।

জন্ম নক্ষত্র থেকে গণনায় দশম নক্ষত্র হল কর্ম নাড়ী, ষোড়শ নক্ষত্র সাংঘাতিক নাড়ী, অষ্টাদশ নক্ষত্র সমুদয় নাড়ী, তেইশতম নক্ষত্র বিনাশ নাড়ী, পঁচিশতম নক্ষত্র মানস নাড়ী।

এখন দেখে নেওয়া যাক নাড়ী নক্ষত্রে কোন গ্রহ এলে অশুভ ফলদাতা হয়। ভিন্ন ভিন্ন প্রকৃতির ও কারক গ্রহ ভিন্ন ভিন্ন প্রকারের অশুভ ফল দান করে।

গ্রহদের মধ্যে শনি, বক্রী মঙ্গল ও রাহু নাড়ী-নক্ষত্রে এলে গোচর কালে বিশেষ অশুভ ফল দান করে।

এখন দেখা যাক ষণ্ণাড়ী চক্রের নাড়ীগুলি পাপগ্রহ দ্বারা পীড়িত হলে কী ফল প্রদান করবে—

জন্ম নাড়ী পাপ পীড়িত হলে—

দেহকষ্ট, পারিবারিক ঝঞ্চাট ইত্যাদি হয়।

কর্ম নাড়ী পাপ পীড়িত হলে—

কর্মস্থলে ঝামেলা, অর্থনাশ, অপযশ হয়।

সাংঘাতিক নাড়ী পাপ পীড়িত হলে—

বিপদ, দুর্ঘটনা, শত্রু বৃদ্ধি, মামলা ও বন্ধন ভয় উপস্থিত হয়।

সমুদয় নাড়ী পাপ পীড়িত হলে—

উন্নতিতে বাধা, অসাফল্য, অর্থনাশ ও লোক নিন্দা হয়।

বিনাশ নাড়ী পাপ পীড়িত হলে—

কঠিন পীড়া, মৃত্যু ভয়, স্বজন বিয়োগ হয়।

মানস নাড়ী পাপ পীড়িত হলে—

আশা ভঙ্গ, মনোকষ্ট, বন্ধু বিচ্ছেদ ও দুশ্চিন্তা উপস্থিত হয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Shannari Rashi
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE