কন্যা রাশিচক্রের ষষ্ঠ রাশি। রাশি অধিপতি বুধ অবস্থান করছে মকর (পঞ্চম) রাশিতে। সহাবস্থান করছে রাশি অধিপতি শনি এবং বৃহস্পতি।
আরও পড়ুনদ্বিতীয় রাশির সঙ্গে রাহু এবং বৃহস্পতির দৃষ্টি সম্পর্কে মধ্যম ফল প্রাপ্তির সম্ভাবনা ধনস্থানের ক্ষেত্রে। স্থাবর সম্পত্তি, চিকিৎসা, রাসায়নিক এবং সরকারি ক্ষেত্র সম্পর্কিত বিষয়ে বিনিয়োগে লাভের সম্ভাবনা।
আরও পড়ুনরাশির সঙ্গে বুধ, বৃহস্পতি এবং শনির দৃষ্টি সম্পর্ক মানসিক এবং শারীরিক ক্ষেত্রে মধ্যম ফল প্রাপ্তির সম্ভাবনা।
আরও পড়ুনরাশি অধিপতির অবস্থান অনুযায়ী শারীরিক, মানসিক ক্ষেত্রে শুভ ফল আশা করা যায়।
আরও পড়ুনদ্বিতীয় রাশির অবস্থান অনুযায়ী মধ্যম ফল আশা করা যায় ধনস্থানের ক্ষেত্রে। লোহা, তেল, টেলিকম, যোগাযোগ, ইলেকট্রনিক্স ইত্যাদি বিষয়ে বিনিয়োগে লাভের সম্ভাবনা।
আরও পড়ুনএই দিন ভগবান বিষ্ণু অর্থাৎ নারায়ণের পুজো করতে হবে এবং ভগবান শ্রীবিষ্ণুকে দুর্বা, তুলসি, ফল এবং মিষ্টান্ন অবশ্যই অর্পণ করতে হবে। এ ছাড়া নারায়ণ এবং মা লক্ষ্মীর পুজোও করা যেতে পারে।
আরও পড়ুন