Advertisement
২০ এপ্রিল ২০২৪

শিবের প্রিয় এই ফুল দিয়ে পুজো করলে কী ফল পাওয়া যায় জানেন?

এখন বলি শিবলিঙ্গে এই ফুল নিবেদনের মাহাত্ম্য কী। শুনলে অবাক হয়ে যাবেন যে, সারা জীবন কঠোর তপস্যা করেও সাধকেরা যা লাভ করতে পারেন না, মাত্র একটা বিল্বপুষ্প ভক্তিভরে শিবলিঙ্গে অর্পণ করলে তাই হয়।

পার্থপ্রতিম আচার্য
শেষ আপডেট: ২৬ জুলাই ২০১৯ ০০:০৫
Share: Save:

আমরা সাধারণত জানি শিবপূজায় কেতকী, চাঁপা, বেশির ভাগ রঙিন ফুল অর্পণ করা নিষিদ্ধ। শ্বেত কল্কে, আকন্দ, ধুতরা শিবের খুব প্রিয়। প্রচলিত আছে যে, এক বছর নিষ্ঠাভরে একাদশীর ব্রত পালন করলে যে ফল হয়, ভক্তিভরে মাত্র একটি ধুতরা ফুল শিবলিঙ্গে অর্পণ করলে তার সমতুল্য ফল প্রাপ্তি ঘটে।
কিন্তু শিবের সবচেয়ে প্রিয় ফুল হল বেলগাছের ফুল। ভুল করে এই ফুলকে সুগন্ধী বেল ফুলের সঙ্গে গুলিয়ে ফেলবেন না যেন। বোঝার সুবিধার্থে পত্রসমেত বিল্বপুষ্পের ছবি দেখুন। এই ফুল খুব দুর্লভ না হলেও বিভিন্ন কারণে এই ফুল সংগ্রহ করা খুবই অসুবিধাজনক।

আরও পড়ুন:শ্রাবণ মাসের প্রতি সোমবার মহাদেবের পুজোর সঙ্গে কিছু সহজ টোটকা দারুণ সুফল দেবে


এখন বলি শিবলিঙ্গে এই ফুল নিবেদনের মাহাত্ম্য কী। শুনলে অবাক হয়ে যাবেন যে, সারা জীবন কঠোর তপস্যা করেও সাধকেরা যা লাভ করতে পারেন না, মাত্র একটা বিল্বপুষ্প ভক্তিভরে শিবলিঙ্গে অর্পণ করলে তাই হয়।
পুরাণকথা অনুযায়ী, কেউ যদি সারা জীবনে মাত্র একটিও বিল্বপুষ্প শিবলিঙ্গে অর্পণ করতে পারেন, তবে মহাদেবের প্রীতির ফলে সেই ব্যক্তি দেহান্তে শিবলোক লাভ করেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Shiva Shravana
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE