Advertisement
১৯ এপ্রিল ২০২৪

রাশি অনুযায়ী কী ভাবে বদলায় খাদ্যাভ্যাস (প্রথম অংশ)

প্রত্যেক রাশির বৈশিষ্ট অনুযায়ী, মানুষের খাদ্যদ্রব্যের পছন্দ আলাদা হয়। প্রত্যেক রাশির ব্যক্তিত্ব অনুযায়ী মেনু বাছাইয়ে একটা নিজস্বতা আছে যা তার একান্তই নিজস্ব ব্যাপার।

অসীম সরকার
শেষ আপডেট: ২৪ জুলাই ২০১৮ ০০:১১
Share: Save:

প্রত্যেক রাশির বৈশিষ্ট অনুযায়ী, মানুষের খাদ্যদ্রব্যের পছন্দ আলাদা হয়। প্রত্যেক রাশির ব্যক্তিত্ব অনুযায়ী মেনু বাছাইয়ে একটা নিজস্বতা আছে যা তার একান্তই নিজস্ব ব্যাপার। এ বারে প্রত্যেক রাশি অনুযায়ী কী ভাবে দিনের সবচেয়ে বড় খাওয়া সম্পন্ন করে, তার বৈশিষ্টগত দিকগুলি তুলে ধরার চেষ্টা করা হল।

(১) মেষ রাশি: আপনারা অনেকেই জানেন, মেষ রাশির জাতক/জাতিকারা কম-বেশী একটু অধৈর্য প্রকৃতির হয়ে থাকে। তাই ডিনার টেবিলে বসেও তার সেই ভাব প্রকাশ পায়। এদের যদি ডিনার টেবিলে ডেকে এনে আপনি মেনু ঠিক করার সময় অনেক ক্ষণ কাটিয়ে দেন, যেমন কী খাব, কতটা নেব, তা হলে এরা ভয়ানক রেগে যায়। এদের ডিনার টেবিলে আমন্ত্রণ করতে হলে আগে থেকে সব প্রস্তুত করে ডাকতে হবে। এরা প্রকৃতিগত ভাবে গরম খাবার পছন্দ করে। সব রকমের ডিশ পছন্দ করে।

(২) বৃষ রাশি: ১২টা রাশির মধ্যে খাওয়া ও খাওয়ানোর ব্যাপারে সব থেকে শৌখিন ও বিলাসী রাশি হল বৃষ। সত্যিকারের ভোজন রসিক বৃষের জাতক/জাতকারা। এরা বিভিন্ন দেশের নানা ধরনের ডিশ খেতে পছন্দ করে। একই সঙ্গে কাউকে নিমন্ত্রণ করলে তাকেও বিভিন্ন বৈচিত্রপূর্ণ খাবার খাইয়ে আপ্যায়ন করে। এরা কন্টিনেন্টাল ডিশ বেশি পচ্ছন্দ করে। এরা ডিনার খাওয়ার সময়, পরিবেশ, কোন হোটেলে খাবে সবটার মধ্যে বিশেষ রুচিবোধ দেখায়। এরা হয়ত ঠিক করল, শহরের শেষ প্রান্তে নিরালা ছিমছাম পরিবেশে আলো আঁধারি জায়গায় যে ইতালীয় রেস্তোরাঁ আছে সেই খানে আজকের ডিনার সারব।

যে কোনও খাবারকেই আপন করে নিতে পারে, তাই যাকে আমন্ত্রণ করে তার উপরই অর্ডারের ভার ছেড়ে দেয়। কিন্তু বিলটা বৃষের জাতক সব সময় বহন করে।

(৩) মিথুন রাশি: মিথুনের জাতক/জাতিকারা বুদ্ধির বা লেখাপড়ার জগতে বৈচিত্র দেখিয়ে থাকে। কিন্তু খাওয়ার ব্যাপারে এরা কিন্তু হৈ চৈ একদম পছন্দ করে না। লোকেরা নানা রকম পদ নিয়ে নানা রকম খোশগল্প করে এরা ওই সব জায়গায় একদম চুপ।

এরা সাধারণত গৃহে তৈরি খাবার পছন্দ করে। দীর্ঘ কাল ধরে চলে আসা গতানুগতিক খাবার রোজকার দিনে খায়।

এরা সুন্দর করে রান্না করতে জানে। তাই কারও যদি খেতে ইচ্ছা করে, তা হলে মিথুনের জাতক/জাতিকার উপর সেই রান্নার ভার ছেড়ে দাও।

(৪) ককর্ট রাশি: এই রাশির জাতক/জাতিকাদের খাওয়া-দাওয়ার ব্যাপারে পছন্দ ও অপছন্দটা বেশ তীক্ষ্ণ। যে হেতু এরা খাওয়া-দাওয়ার ব্যাপারে বেশ তীক্ষ্ণ বা বেশ রিজিড, তাই আপনার ককর্ট রাশির কোনও বন্ধু, যে মশলা ধোসা পছন্দ করে, তাকে মশলা ধোসা খাওয়াবেন বলে তার পছন্দমত কোনও দকানে নিয়ে গিয়ে আপনি উডিপির অর্ডার দিলেন, পরীক্ষা করুন কী হয়?

ককর্ট রাশির লোকের একটু গর্ব আছে তারা রান্না জানে বা বোঝে এবং তারা তা জানাতে চায়। এরা তার জন্য প্রশংসা পেতে ইচ্ছুক।

(৫) সিংহ রাশি: সিংহ রাজকীয় রাশি। এরা দামি কোনও রেস্তোরাঁর গরম কোনও স্যুপ খাবে কিন্তু রাস্তার ধারে অনামী কোনও রেস্তোরাঁর খুব সুন্দর কোনও ডিস খাবে না। যদি তোমার সিংহরাশির কোনও বন্ধুকে প্রমোদ ভ্রমণে নিয়ে যেতে চাও, তবে তোমাকে খুঁজতে খুব খরচা বহুল পানশালা। না হলে তার মন ভরবে না। সিংহরাশির জাতক/জাতিকারা সব সময় ফ্লুইডযুক্ত খাবার বা তরল ভাব আছে এমন ডিস পছন্দ করে।

(৬) কন্যা রাশি: এরা আবার খাওয়া-দাওয়ার ব্যাপারে খুঁতখুঁতে প্রকৃতির বা কিছুটা ম্যানিয়া গ্রস্ত হয়। কারণ কোনও রেস্তোরাঁয় এরা যদি খেতে যেতে চায়, অনেক আগে থেকে খোঁজ খবর নেয়, পরিস্কার-পরিচ্ছন্ন কি না, ধূলোবালি ভিতরে ঢোকে কিনা, মশা-মাছি খাবারে বসে কি না! এরা লক্ষ্য রাখে কী ধরনের হাত দিয়ে মিনারেল ওয়াটার দেওয়া হল।

এরা কোনও সময় ফ্যাটে বা কোলেস্টেরলের ব্যাপারে সচেতন হয়।

(৭) তুলা রাশি: তুলা রাশির জাতক/জাতিকারা খাদ্যের ব্যাপারে খুব আগ্রহী। এরা চেটেপুটে খায়। এরা যে কোনও খাবার বা ডিশ খুব আনন্দ করে, গল্প করতে করতে, গান শুনতে শুনতে খায়। এরা খাওয়ার ব্যাপারে বেশ রোমান্টিক যা আর কোনও রাশি চরিত্রে দেখা যায় না। এদের খাওয়ার রুচিও খুব উঁচু মানের হয়।

(ক্রমশ)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Dinner Rashi
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE