Advertisement
২৪ এপ্রিল ২০২৪

বাস্তু জমির আকৃতি কেমন থাকলে ধনাগম বা ধননাশ হয় জেনে নিন

বাস্তুশাস্ত্রে বাস্তু প্লটটিকে প্রথমে চার ভাগে ভাগ করে প্রথম ভাগ বাদ দিয়ে দ্বিতীয় ভাগে বাড়ি করতে হয়। বাড়ি কখনওই ব্রহ্মস্থলে করা উচিত নয়।

শ্রীমতী অপালা
শেষ আপডেট: ২৬ জানুয়ারি ২০১৯ ০০:০০
Share: Save:

বাস্তুশাস্ত্রে বাস্তু প্লটটিকে প্রথমে চার ভাগে ভাগ করে প্রথম ভাগ বাদ দিয়ে দ্বিতীয় ভাগে বাড়ি করতে হয়। বাড়ি কখনওই ব্রহ্মস্থলে করা উচিত নয়। বাস্তু সব সময় ভাল করে বিচার করে তারপর বাড়ি বানাতে হয়। তা হলে জীবন শান্তিময় ও সুখকর হয়।

প্রকৃতপক্ষে বাস্তুকে স্ত্রী ও পুরুষ দু’ভাগে ভাগ করা হয়। একটি সূর্যভেদী, অপরটি চন্দ্রভেদী। ১৬ প্রকার বাস্তু দেখা যায়। যেমন— আয়তাকার, বর্গাকার, বৃত্তাকার, চক্রাকার, বিষমবাহু, ত্রিকোণাকার, চতুরস্রাকার, শকটাকার, দণ্ডাকার, পণবাকার, মুরজাকার, বৃহম্মুখাকার, বাজনাকার, কুর্মাকার, সুর্পাকার, ধনুকাকৃতি। এগুলোর মধ্যে আয়তাকার, বর্গাকার, বৃত্তাকার, চতুরস্রাকার ছাড়া বাকি ১২টি বাস্তুতে বসবাস করলে বিত্তনাশ, অর্থনাশ, শোক, দুঃখ, রাজরোষ, চুরি ইত্যাদি নানান বিষয়ে দুর্ভোগ হয়। যে বাস্তু পূর্ব ও পশ্চিমে লম্বা, উত্তর ও দক্ষিণে চওড়া হয়, তাকে সূর্যভেদী বলে। পারিবারিক অশান্তি, মামলা-মোকদ্দমা, ধনক্ষয়, অর্থনাশ, অগ্নিভয়, শত্রুভয় থাকে। অন্য দিকে যে বাস্তু উত্তর ও দক্ষিণে লম্বা, পূর্ব ও পশ্চিমে চওড়া থাকে তাকে চন্দ্রভেদী বাস্তু বলে। এটি বসবাসের উপযোগী। এতে বাস করলে সুখ সমৃদ্ধি, সম্মান, অর্থাগম হয়ে থাকে।

বাস্তু জমির আকৃতি অনুযায়ী ফলাফল

(১) আয়তাকার বাসভূমি সব দিক থেকে সিদ্ধিদায়ক।

(২) চতুর্ভুজ ক্ষেত্রের চারটি বাহু ও চারটি কোণ অসমান হলে ধনাগম হয়ে থাকে।

(৩) শকটাকৃতি ভূমিতে বাস্তুগৃহ হলে ধননাশ হয়।

আরও পড়ুন: আপনার নামের প্রথম অক্ষর G থেকে M হলে আপনার চরিত্র কেমন হয়

(৪) চক্রাকার ভুমি দারিদ্রতা নিয়ে আসে।

(৫) দণ্ডাকার বাসভূমিতে গৃহ পালিত পশুপাখি নাশ হয়।

(৬) বিষমবাহু বাস্তু নির্ধন এবং দুঃখ শোকের কারণ।

(৭) ডিম্বাকৃতি বাসভূমিতে বসবাস করলে সারা জীবন অশান্তি ভোগ করতে হয়।

(৮) অর্ধচন্দ্রাকার বাস ভূমিতে চৌর্যভয় ও শত্রুভয়ে থাকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

land Rashi wealth
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE