Advertisement
১৮ এপ্রিল ২০২৪

বর্তমান বছরে মা দুর্গার ঘোটকে আগমন ও দোলায় গমন কেন জানেন?

দেখে নিন, মা দুর্গার আগমন ও গমন কিসের উপর নির্ভর করে

পার্থপ্রতিম আচার্য
শেষ আপডেট: ১৫ অক্টোবর ২০১৮ ০২:০২
Share: Save:

সাধারণ ভাবে চান্দ্র মাসের শুক্লা সপ্তমী তিথিতে দুর্গাপুজো আরম্ভ এবং শুক্লা দশমীতে বিসর্জন বা সমাপ্তি ঘটে। জ্যোতিষ মতে ওই দিন দু’টির বিশেষ গণনার দ্বারা দেশের বাৎসরিক শুভাশুভত্ব নির্ণয় করা যায়।

এখন দেখে নিন, মা দুর্গার আগমন ও গমন কিসের উপর নির্ভর করে-

১। যদি দুর্গা সপ্তমী বা দশমী তিথির দিনগুলি রবি বা সোমবার হয় তা হলে ওই বছর দেবীর গজে আগমন অথবা গমন হয়।

ফলঃ- ‘গজে চ জলদা দেবী শস্যপূর্ণা বসুন্ধরা’। অর্থাৎ ওই বছর দেশে সঠিক বৃষ্টিপাত, চাষ-আবাদ তথা শস্যের ফলন ভাল হয়।

২। যদি দুর্গা সপ্তমী বা দশমী তিথির দিনগুলি মঙ্গলবার বা শনিবার হয়, তা হলে সেই বছর দেবীর আগমন বা গমন হয় ঘোটকে।

ফলঃ- ‘ছত্রভঙ্গস্তুরঙ্গমে’। অর্থাৎ নানা ভাবে গোলমাল, দাঙ্গা-হাঙ্গামা, ঝামেলা-ঝঞ্ঝাট দ্বারা বিপর্যয় ও বিশৃঙ্খলা ঘটে থাকে।

৩। যদি দুর্গাপূজার সপ্তমী তিথি বা দশমী তিথিটি বুধবারে পড়ে, সে ক্ষেত্রে দেবীর আগমন বা গমন ঘটে নৌকায়।

ফলঃ- ‘নৌকায়াং শস্য বৃদ্ধিশ্চ সুজলাশ্র ভবেদ্ভুবম’। অর্থাৎ ওই বছর পরিমিত বৃষ্টিপাত, শস্য উৎপাদন যথেষ্ট হয়ে থাকে।

৪। যদি সপ্তমী বা দশমী তিথিটি বৃহস্পতিবার বা শুক্রবার হয়, তা হলে দেবীর আগমন বা গমন হয় দোলায়।

ফলঃ- ‘দোলায়াং মড়কং ভবেৎ’। অর্থাৎ ওই বছর মড়ক বা মহামারী জাতীয় রোগ বা নানা কারণে ধ্বংস ও লোকক্ষয় বা ক্ষতি হয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Durga Puja Durga Puja 2018 Puja Rashi
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE