Advertisement
E-Paper

জ্যোতিষীর উত্তর

শ্রী পার্থপ্রতিম আচার্য

শেষ আপডেট: ২০ এপ্রিল ২০১৬ ০০:১০
Share
Save

১. আমার জন্ম তারিখ ১৯৯৫ সালের ১৬ জানুয়ারী। আমার সময় কেমন যাবে? পড়াশোনা কেমন হবে? চাকরির যোগ রয়েছে কি? আমার রাশি মিথুন। জন্ম পশ্চিম মেদিনীপুরে।
আপনি অনিয়মিত পঠনপাঠন করবেন। আপনি কোন শখের বিষয় অভ্যাস করবেন, যা আপনাকে খুবই জনপ্রিয় করে তুলবে। আপনি পরিবারের গর্বের উৎ স হবেন। চাকুরী এবং ব্যবসায় উভয়ক্ষেত্রেই আপনি সাফল্য লাভ করবেন।আপনার কর্মজীবনের প্রারম্ভিক সময়কালে আপনি চাকুরীরত হতে পারেন এবং পরবর্তীকালে নিজস্ব ব্যবসা শুরু করতে পারেন।

২. আমার নাম স্বর্ণালী দে। জন্ম তারিখ ২২ এপ্রিল, ১৯৯৫। রাত ৮ টা ৮ মিনিটে। জন্মস্থান অশোকনগর। আমি কি সরকারি চাকরি পাব? পেলে কবে পাব?
আপনি বর্তমানে রাহুর দশা ভোগ করছেন। দশা প্রতিকার বাঞ্জনীয়। আগামী ২০২০ সালের নভেম্বর থেকে ২০২৩ সালের মধ্যে আপনার জীবনে অনেক গুরুত্বর্পূন মোক্ষলাভ লক্ষ্য করা যায়।

৩. আমার নাম দীপন রায়। জন্ম ৬ অক্টোবর, ১৯৭৫। স্থান বাঁকুড়া। সময় সকাল ১০ টা। এখন আমি একটি বেসরকারি সংস্থায় কাজ করি। ভবিষ্যতে কি আরও ভাল সংস্থায় চাকরি মিলবে? বিদেশ যেতে পারব কি?
আপনি আগামীতে অবশ্যই ভালো চাকরি পাবেন। ২০১৮ সালের মার্চ থেকে ২০২১ সালের মধ্যে। উক্ত সময়ে বিদেশ যাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যায়। আপনি জীবনে সাফল্য অর্জন করবেন এবং সন্মান প্রাপ্ত হবেন।

৪. আমার নাম সুমন বডুয়া। আমি বাংলাদেশি এবং আনন্দবাজার পত্রিকার নিয়মিত পাঠক। আমার জন্ম তারিখ ৭ ফেব্রুয়ারী,১৯৮৬। ২০১১ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত আমি একটি ইলেকট্রনিক মিডিয়াতে কর্মরত ছিলাম। চাকরিটা চলে যায়। প্রায় ২ বছর বিভিন্ন জায়গায় চাকরির চেষ্ঠা করে কোনও লাভ হয়নি। ২০১৫ সালের ১২ নভেম্ভর ইতালিতে চলে আসি উচ্চ শিক্ষার জন্য। মনে করে ছিলাম যে এখানে এসে পড়াশোনার পাশাপাশি র্পাট টাইম কাজ করে নিজের খরচটা চালিয়ে নেব। কিন্তু এখানে এসেও সেই একই অবস্থা। মানসিকভাবে খুবই ভেঙ্গেঁ পড়েছি। পড়াশোনাও মন দিয়ে করতে পারছি না। আমি জানতে চাই কেন আমার এরকম হচ্ছে? কতদিন পর্যন্ত আমার এই অবস্থা থাকবে?
আগামীদিনের সঠিক ফলাফলের জন্য আপনার জন্মস্থান ও জন্মসময় উল্লেখ করা উচিত ছিল। একটা কথা মনে রাখা উচিত জ্যোতিষী ভগবান নন, একজন গবেষক মাত্র। যাইহোক কাল্পনিক স্থান ও সময় অনুসারে বর্তমানে আপনি রাহুর দশা ভোগ করছেন। দশা প্রতিকার অবশ্যই করনীয়। তবে হস্তরেখা বিচার করাটাও উচিত। আগামী ২০২২ সাল প্রর্যন্ত আপনার জীবনে উত্থানপতন চলবে। আগামীতে কর্মে আপনি উৎ সাহী হবেন এবং আপনি নিশ্চিতভাবে আপনার নিবেশিত প্রচেস্টা এবং সাগ্রহে প্রতীক্ষিত কৃতকর্মের সুফল যথাসময়ে লাভ করবেন।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy

{-- Slick slider script --}}