Advertisement
০৩ অক্টোবর ২০২৩

রত্ন চেনার সহজ উপায়

আজকাল বাজারে নানা রকম রত্ন অথবা পাথর পাওয়া যায়। চোখ ধাঁধিয়ে যায় তাদের রং আর উজ্জ্বল বর্ণচ্ছটার আভা দেখলে। কিন্তু এই সব রত্ন-পাথরের ভিড়ে কি করে চেনা যাবে কোনটা আসল, কোনটা নকল, দেখে নেওয়া যাক।

পার্থপ্রতিম আচার্য
শেষ আপডেট: ১৪ মার্চ ২০১৮ ০০:০২
Share: Save:

আজকাল বাজারে নানা রকম রত্ন অথবা পাথর পাওয়া যায়। চোখ ধাঁধিয়ে যায় তাদের রং আর উজ্জ্বল বর্ণচ্ছটার আভা দেখলে। কিন্তু এই সব রত্ন-পাথরের ভিড়ে কি করে চেনা যাবে কোনটা আসল, কোনটা নকল, দেখে নেওয়া যাক। প্রথমত, রত্ন-পাথরের আকৃতি, রঙ, স্বচ্ছতা ও এর ভেতর সুক্ষ যে সব অবাজ্ঞিত পদার্থ থাকে, তার বিন্যাস দেখে প্রাথমিক ধারণা তৈরি করতে হবে।

পান্না চেনার উপায়-

পান্নাকে জলে ফেলে রাখলে সবুজ বর্ণের কিরণ দেখা যায়।

সাদা কাপড়ের ওপর পান্না রেখে একটু উঁচুতে তুলে ধরলে সাদা কাপড় সবুজ দেখায়।

পান্নার আযুবের্দিক শোধন-

খাঁটি কাঁচা পান্না দুধে চব্বিশ ঘন্টা ডুবিয়ে রাখতে হবে।

পান্নার প্রাপ্তিস্থান-

এটি মূলত কলম্বিয়া, ব্রাজিলে পাওয়া যায়। কলম্বিয়ান পান্না সর্বশ্রেষ্ঠ। তাই এর মূল্য সর্বোচ্চ। তারপরে ব্রাজিলিয়ান পান্না। এটি দেখতে কালচে সবুজ। কলম্বিয়ান পান্না স্বচ্ছ সবুজ। ব্রাজিলিয়ান পান্না অর্ধস্বচ্ছ ও ঘোলাটে সবুজ।

দেশভেদে নামান্তর-

বঙ্গদেশে পান্না, হিন্দিতে পন্না, মহারাষ্ট্রে পাচুরত্ন, গুজরাটে লীলুম ও পাশু, কর্ণাটে পাচীপাচ্চ, তৈলঙ্গে লীলম্, ফরাসীতে জুমুরঙ্গীপ, আরবীতে জুমুইম্, ইংরাজীতে এমারেল্ড ও ল্যাটিনে স্যামবাগ্ ডাস বলে।

বুধের প্রতিকারে সবুজ পাণ্ণা বুধবারে ধারণ কর্তব্য।

উপরত্ন-

ওনেক্স পান্না, ফিরোজা, অ্যাকোয়ামেরিন, মারগাম ও জেড পাথর।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE