Advertisement
২৫ এপ্রিল ২০২৪

চান্দ্রমাস অনুযয়ী কোন সময়ে কী গাছ লাগানো উচিত জানেন? (দ্বিতীয় পর্ব)

শুক্লপক্ষের দ্বিতীয় কোয়াটার- এই কোয়াটার আরম্ভ হচ্ছে যখন চন্দ্র অর্ধেক আলোকিত এই রকম অবস্থা থেকে একদম পূর্ণিমা পর্যন্ত।

অসীম সরকার
শেষ আপডেট: ২৭ অক্টোবর ২০১৮ ০০:০০
Share: Save:

*শুক্লপক্ষের দ্বিতীয় কোয়াটার- এই কোয়াটার আরম্ভ হচ্ছে যখন চন্দ্র অর্ধেক আলোকিত এই রকম অবস্থা থেকে একদম পূর্ণিমা পর্যন্ত। এই সময় চন্দ্র আগের থেকে বেশি বলবান হওয়াতে সমস্ত ঊদ্ভিত জগতে একটা বিশেষ ধরনের আলোরণ চলে। এই সময় চারাগাছ থেকে কচিপাতা বের হতে থাকে।

* সেই সব গাছ বা সবজি যারা মাটির উপর জন্মে এবং যাদের ফলে বীজ সৃষ্টি হয়, এমনসব গাছ এই সময়ে লাগাতে হয়। যেমন বিন, স্কোয়াস, টমাটো, সীম, মটরশুঁটি, ইত্যাদি।

* এই সময়কার ফসলে কমবেশি সার দেওয়ার দরকার মনে হলে তা এখনই দিতে হয়।

** তৃতীয় কোয়াটার, যা আরম্ভ হয়ে থাকে পূর্ণমা থেকে পরবর্তী সাত দিন অর্থাৎ কৃষ্ণপক্ষের প্রথম ৭ দিন। এই সময় থেকে চন্দ্রের আলো ও পূর্ণ তেজ আস্তে আস্তে প্রতি দিন কমতে থাকে, এটা চলতে থাকে চন্দ্র অর্ধ আলোকিত অবস্থায় পৌঁছানো অবধি। এই সময় প্রকৃতির সমস্ত উদ্ভিদে চলে মূল গঠনের প্রক্রিয়া, যা মাটির নীচে হয়। এই সময় গ্রাউন্ড ওয়াটারের লেভেল আস্তে আস্তে নীচের দিকে নামতে থাকে। একই ভাবে উদ্ভিদের ভিতর সেলস্যাপও উপরের দিকে ওঠার প্রক্রিয়াও আগের থেকে অনেক ধীর হয়ে যায়।

*এই সময়ে মাটির নীচে যেসব ফসল হয় তা জমিতে বপন করতে হয়। যেমন, আলু, বীট, গাজর, মেলন, পেঁয়াজ।

* এই সময় আর যে সব গাছ লাগাতে হয় যেগুলি, দ্বিবর্ষজীবী,বহুবর্ষজীবী, নানারকম অলংকারী ফুল এবং স্ট্রবেরি।

*এই সময় গাছ লাগানোর কারণ, এই সময় খুব জোরালো ভাবে মূল বৃদ্ধি হয়ে থাকে।

* বহু বর্ষজীবী গাছের কিছু অংশ যদি কাটার দরকার হয়, তা হলে এই সময় তা কাটা যেতে পারে।

* গাছের গোড়ায় পচা পাতা, গাছের পচে যাওয়া ছাল, অরগ্যানিক মেটিরিয়াল ইত্যাদি যদি দেওয়ার দরকার হয় তবে এই সময় দিতে হয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Tree lunar month Rashi
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE