Advertisement
২৭ এপ্রিল ২০২৪
Bhai Phonta 2022

ক’টা পর্যন্ত দেওয়া যাবে ভাইফোঁটা? কখন শেষ হচ্ছে তিথি?

হিন্দুশাস্ত্র মতে, নরকাসুরকে বধ করে ফেরার পর ভগবান শ্রীকৃষ্ণ তাঁর বোন সুভদ্রার কাছে আসেন। বোন তখন শ্রীকৃষ্ণের কপালে জয় টিকা পরিয়ে মিষ্টি খেতে দেন এই দ্বিতীয়া তিথিতে।

ভাইয়ের দীর্ঘ পরমায়ু কামনার উদ্দেশ্যে এবং ভাই বোনের প্রীতির সম্পর্ক দৃঢ় করার উৎসব ভ্রাতৃদ্বিতীয়া।

ভাইয়ের দীর্ঘ পরমায়ু কামনার উদ্দেশ্যে এবং ভাই বোনের প্রীতির সম্পর্ক দৃঢ় করার উৎসব ভ্রাতৃদ্বিতীয়া। প্রতীকী ছবি।

সুপ্রিয় মিত্র
কলকাতা শেষ আপডেট: ২৭ অক্টোবর ২০২২ ০৮:৩৭
Share: Save:

“ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, যমের দুয়ারে পড়ল কাঁটা।

যমুনা দেয় যমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা।

যম যেমন হয় চিরজীবী, তেমন আমার ভাই যেন হয় চিরজীবী।”

ভাইয়ের দীর্ঘ পরমায়ু কামনার উদ্দেশ্যে এবং ভাই বোনের প্রীতির সম্পর্ক দৃঢ় করার উৎসব ভ্রাতৃদ্বিতীয়া। ভাইয়ের কপালে বোনের ফোঁটা, ধান দুর্বা-সহ শ্রদ্ধা এবং আশীর্বাদ বিনিময়, মিষ্টিমুখ এবং উপহার বিনিময়ের মধ্যে দিয়ে ভাই এবং বোন উভয়েরই দীর্ঘ আয়ু এবং মঙ্গল কামনাই এই উৎসবের মূল উদ্দেশ্য। হিন্দুশাস্ত্র মতে নরকাসুরকে বধ করে ফেরার পর ভগবান শ্রীকৃষ্ণ তাঁর বোন সুভদ্রার কাছে এলে বোন সুভদ্রা শ্রীকৃষ্ণের কপালে জয় টিকা পরিয়ে মিষ্টি খেতে দেন এই দ্বিতীয়া তিথিতে। সেই থেকেই সম্ভবত ভাইফোঁটার প্রচলন। এ ব্যাপারে অবশ্য অন্যান্য মতও প্রচলতি আছে।

আজ, ২৭ অক্টোবর, বৃহস্পতিবার ভ্রাতৃদ্বিতীয়া।

বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে—

দ্বিতীয়া তিথি আরম্ভ–

বাংলার –৯ কার্তিক, বুধবার।

ইংরেজি– ২৬ অক্টোবর, বুধবার।

সময়– দিবা ঘ ২ টো ৪৪ মিনিট।

দ্বিতীয়া তিথি শেষ–

বাংলার– ১০ কার্তিক, বৃহস্পতিবার।

ইংরেজি– ২৭ অক্টোবর, বৃহস্পতিবার।

সময়– দিবা ঘ ১২টা ৪৬ মিনিট।

গুপ্তপ্রেস পঞ্জিকা মতে–

দ্বিতীয়া তিথি আরম্ভ–

বাংলার– ৮ কার্তিক, বুধবার।

ইংরেজি– ২৬ অক্টোবর, বুধবার।

সময়– ঘ ৩ টে ২৭ মিনিট ৫০ সেকেন্ড।

দ্বিতীয়া তিথি শেষ–

বাংলার –৯ কার্তিক, বৃহস্পতিবার।

ইংরেজি– ২৭ অক্টোবর, বৃহস্পতিবার।

সময়– ঘ ২ টো ৪ মিনিট ১০ সেকেন্ড।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Bhai Phonta 2022
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE