সপ্তাহের প্রথম দিকে বাড়িতে কারও থেকে দুঃখ পেতে পারেন। কোনও ভাল কাজে সাফল্য পাবেন। ব্যবসায় উন্নতির সম্ভাবনা। এই সপ্তাহে মানসিক অস্থিরতার জন্য ভাল কাজ হাতছাড়া হতে পারে। গুরু জনের সঙ্গে বিবাদ বাধতে পারে। চিকিৎসার ব্যাপারে খরচ বাড়বে। সপ্তাহের মধ্য ভাগে মধুর কথাবার্তায় বড় বিপদ থেকে উদ্ধার পাবেন। উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে কর্মস্থানে তর্ক। স্ত্রীর আবদার পূরণ। সপ্তাহের শেষের দিকে বাইরের কারও জন্য খরচ বাড়তে পারে।
রাশি চক্রের পঞ্চম রাশি সিংহ। এই রাশির অধিকর্তা গ্রহ রবি। এই রাশির ব্যক্তিরা প্রায়ই দৈহিক সৌন্দর্য যুক্ত হয়ে থাকে। দেহ রোগা মোটা বা দোহারা বা যাই হোক, পেশীবহুল হয়। সাধারণত শান্ত কিন্তু রেগে গেলে হিতাহিত জ্ঞানশূন্য হয়ে পরে। এরা দৃঢ় প্রতিজ্ঞ, জেদি, পরাক্রমশীল, গম্ভীর ও দয়াবান হয়। নিজের চেষ্টায় জীবনে উন্নতি করে। লাল বা হলুদ রঙের দ্রব্যের ব্যবসা করলে শুভ। ইঞ্জিনিয়ারিং ও চিকিৎসা ব্যবসায় দ্রুত উন্নতি। উচ্চ রক্তচাপ, চোখের রোগ, পেটের রোগে ভোগান্তি হয়। যে কোনও কাজে ঘনঘন মত পাল্টালে জাতকের ভাল হবে না। বৃশ্চিক, মীন, সিংহ ও মেষ রাশির নর নারির সঙ্গে বন্ধুত্ব বা বিবাহ সুখের হবে।
—শ্রী জয়দেব