প্রেমের জীবন হোক বা বিবাহিত জীবন, সবাই চায় এক জন সঠিক জীবনসঙ্গী। যিনি সব দায়িত্বে হবেন প্রখর। যে কোনও দিকে তাঁর নজর হবে তীক্ষ্ণ। যিনি সব কিছু সামলাবেন এক জন দায়িত্বশীল ব্যক্তির মতো। কিন্তু কিছু ক্ষেত্রে এমন দেখা যায়, যে বয়স বাড়ার পরও তাঁর শিশু সুলভ আচরণ রয়েই গেছে। জীবনে প্রেম, বিবাহ, নিজের কেরিয়ার সব কিছুর বিকাশ হয়তো ঘটছে, কিন্তু আচরণ রয়ে গিয়েছে সেই একই। জ্যোতিষ শাস্ত্র মতে বারোটা রাশির মধ্যে এমন কিছু রাশির মানুষ রয়েছে যাঁদের বয়স বৃদ্ধির সঙ্গে শিশু সুলভ আচরণ থেকেই যায়।