ধনভাব ও কর্মভাব অতিশয় শুভ। কাজের চাপ অনেক বেশি থাকবে, আয় খুব ভাল হবে। ব্যয় বেশি হতে পারে তবুও জমা হবে অনেক। চাকরি অপেক্ষা ব্যবসায়ে অর্থলাভ হবে অনেক বেশি। সাফল্য পাবেন। আসলে যে কোনও কাজে এ বছর অনেক বেশি উন্নতি করতে পারবেন। কাজের জন্য দূরে যেতে হতে পারে। সব কাজেই সাবধানতা অবলম্বন করতে হবে। আঘাত পাওয়ার ভয় আছে। অর্শাদি গুহ্যরোগ দেখা দিতে পারে। ভাই-বোনেদের সঙ্গে সদ্ভাব থাকবে। একটি বোনের উপদেশে অনেক উপকার হবে। ছেলে-মেয়েদের স্বাস্থ্য ভাল না-ও থাকতে পারে। একটি ছেলের কৃতিত্বে মুখ ঊজ্জ্বল হবে। তাদের লেখাপড়ার মান খারাপ হবে না, পরীক্ষার ফলও মোটামুটি ভাল হবে। জাতকের নিজের লেখাপড়ায় গাফিলতি দেখা দিতে পারে, তবুও পরীক্ষার ফল খারাপ হবে না। দু-একজন ছাড়া বাকি সব বন্ধুর সহযোগিতা পাবেন। সোজা কথায় এ বছর বন্ধুর দ্বারা উপকার হবে। পত্নীভাব অশুভ না হলেও তার শারীরিক কারণে ও রুক্ষ আচরণে মন ব্যথিত হবে বলে মনে হয়। পিতা-মাতার সঙ্গে সদ্ভাব ঠিকই থাকবে। তাঁদের সদুপদেশ অথবা আশীর্বাদে প্রায় সব সমস্যা থেকে মুক্ত থাকতে পারবেন বলে মনে হয়। মায়ের স্বাস্থ্যের সামান্য অবনতি ঘটতে পারে। তাঁদের কাছ থেকে আর্থিক আনুকুল্য লাভের যোগ প্রবল। শত্রু থাকবে, তারা ক্ষতির চেষ্টা করবে, তবুও বিশেষ কিছু করতে পারবে না। নিজের কথাবার্তায় সংযম থাকলে অনেক উপকার হবে। ধর্ম্ম-কর্মে মন বসবে না, তবুও ধর্মাচরণের চেষ্টা করা একান্ত কর্তব্য।
অর্থ– এই বছর কোনও আয় আসতে পারে, লটারি পাওয়ার যোগ দেখা যচ্ছে। পাওনা আদায়ে অশান্তি বৃদ্ধি হলেও টাকা পেয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি। ব্যবসার ব্যাপারে কোনও অপবাদ আসতে পারে।
পরিবার– পরিবারে চাপ লেগে থাকবে। স্বামী-স্ত্রী মনোমালিন্যের পরিমাণ বাড়তে পারে। গুরুজনের সঙ্গে মতের অমিল হতে পারে। মানসিক চাপ বাড়তে পারে।
সম্পর্ক– বাইরের কোনও মহিলা বা পুরুষের সঙ্গে নতুন ভাবে সম্পর্কে জড়িয়ে পরতে পারেন। ভাল কোনও সম্পর্ক শত্রুতার কারণে নষ্ট হতে পারে। প্রেমের দিকে কোনও বিবাদ বৃদ্ধি হলেও মিটে যাবে।
জীবিকা– কর্মস্থানে কোনও ক্ষতি হবার সম্ভাবনা আছে। খুব সতর্ক থাকতে হবে। ব্যবসার দিকে লাভের পরিমাণ বাড়বে। আয় করতে একটু দূরে যেতে হতে পারে। চাকরির জায়গায় অশান্তি থেকে মুক্তি।
রাশি চক্রের নবম রাশি ধনু। এই রাশির অধিকর্তা গ্রহ বৃহস্পতি। এই রাশির ব্যক্তিরা ধার্মিক, সৎ, পরোপকারী এবং আদর্শবাদী হয়। ব্যক্তিত্বসম্পন্ন হওয়ায় অন্যের অধীনে কাজ করতে অসুবিধা ভোগ করে। এরা সধারণত কর্মকুশল, দেবদ্বিজে ভক্তিমান, দৃঢ় প্রতিজ্ঞ, সত্যপ্রিয়, জ্ঞানি ও প্রতিভাশালী হয়। এদের বন্ধু সংখ্যা একটু কম। জাতকের বদান্যতার জন্য আয়ের চেয়ে ব্যয় বেশি হয়। দৈবে অত্যধিক বিশ্বাসী হওয়ায় কর্মে ব্যাঘাত আসতে পারে। বিষয় সম্পত্তিতে আসক্তি কম। দৃঢ়তা ও স্পষ্টবাদিতার জন্য প্রায়ই মতান্তর ঘটে। প্রথম জীবনে নানা বাধা বিঘ্ন, মানসিক অস্থিরতা, অর্থাভাব ইত্যাদি প্রায়ই দেখা দেয়। প্রচণ্ড পরিশ্রমী হওয়ায় অবস্থা পাল্টে যায়। মেষ, মিথুন ও ধনুরাশির জাতক জাতিকার সঙ্গে বন্ধুত্ব বা বিবাহ সুখের হয়। অর্থ ভাগ্য খুব ভাল নয়। কিন্তু মধ্য জীবনের পর থেকে আর্থিক অবস্থা ভাল হতে থাকে।
—শ্রী জয়দেব