বিহারের উপনির্বাচনের ফলাফলে উজ্জীবিত জেডিইউ শিবির এ বার দেশের অন্য প্রান্তেও সম-মনোভাবাপন্ন দলের সঙ্গে জোট গড়ে লড়তে চায়। আগামী দিনে তাই উত্তরপ্রদেশেও একই পথে এগোতে সওয়াল করলেন জেডিইউ নেতা তথা রাজ্যসভার সাংসদ শরদ যাদব।
জেডিইউ নেতার বক্তব্য, লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশে আশাতীত ভাল ফল করেছে বিজেপি। স্বাভাবিক ভাবে ২০১৭ সালে সে রাজ্যের বিধানসভা নির্বাচনেও ক্ষমতা দখল করতে মরিয়া চেষ্টা চালাবে মোদী শিবির। আরজেডি, কংগ্রেস, জেডিইউয়ের ‘মহাজোট’ বিহারের ভোটে সাফল্য পেয়েছে। একই সমীকরণে উত্তরপ্রদেশেও বিজেপিকে রুখতে চায় জেডিইউ। সে জন্য ক্ষমতাসীন সমাজবাদী পার্টির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে তারা লড়তে চায়। পাশে পেতে চায় মুলায়ম সিংহ যাদব, অখিলেশ যাদবকে। শরদের কথায়, “বিহারের মানুষ এক জোট হয়ে বিজেপির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন। উত্তরপ্রদেশে আমরা সে ভাবেই এগোতে চাই। ইতিমধ্যে বিভিন্ন ধর্মনিরপেক্ষ দল আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন।” দলীয় সূত্রের খবর, লক্ষ্যপূরণে নিয়মিত ভাবে কংগ্রেস, বাম দলগুলির সঙ্গে যোগাযোগ রাখছে জেডিইউ।
আপাতত বিহারের ক্ষমতা ধরে রাখতেই বেশি আগ্রহী নীতীশ-শরদ। আগামী বছর সে রাজ্যেও বিধানসভা নির্বাচন। সদ্য শেষ হওয়া উপনির্বাচনের পর বিহারে বিজেপি-বিরোধী ভোটকে এক জোট করার প্রক্রিয়া যাতে ভেস্তে না-যায়, সে জন্যও তৎপর জেডিইউ। শরদের বক্তব্য “লোকসভা ভোটে দেশের ৩১ শতাংশ মানুষ বিজেপিকে ভোট দিয়েছেন। ৭০ শতাংশ রয়েছে বিরোধীদের পক্ষেই। আমরা বিরোধী ভোটের অর্ধেকও এক জায়গায় করতে পারলে বিজেপি সমস্যায় পড়বে।”