অরবিন্দ কেজরীবালকে এ বার মালা পরিয়ে চড় মারলেন এক অটোরিকশা চালক। নির্বাচনী প্রচারের সময়ে এ নিয়ে চতুর্থ বার আক্রান্ত হলেন আম আদমি পার্টির (আপ) নেতা। টুইটারে তাঁর প্রশ্ন, ‘কারা আমার উপরে হামলা চালাচ্ছে? তারা কী চায়?’ দল অবশ্য সরাসরি ‘জাতপাত, ধর্মভিত্তিক রাজনীতির’ পরিচালকদের দায়ী করেছে।
আজ উত্তর-পশ্চিম দিল্লির সুলতানপুরিতে প্রচার করছিলেন কেজরীবাল। খোলা জিপে দাঁড়িয়ে ছিলেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী। নীল জামা পরা এক ব্যক্তি জিপে উঠে মালা পরিয়ে দেয় তাঁকে। তার পর হঠাৎ বাঁ গালে সপাটে চড়। সঙ্গে সঙ্গেই হামলাকারীকে ধরে ফেলেন আপ সমর্থকেরা। তাকে মারধর করা হয়। কেজরীবাল হামলাকারীকে ছেড়ে দিতে নির্দেশ দেন। তাকে হেফাজতে নেয় পুলিশ। আপাতত সে হাসপাতালে ভর্তি। পুলিশ জানিয়েছে, পেশায় অটোচালক ওই ব্যক্তির নাম লাল্লি। কেজরীবাল অটোচালকদের সঙ্গে বেইমানি করেছেন বলে তার অভিযোগ। প্রসঙ্গত, দিল্লি বিধানসভা ভোটে আপের হয়ে কাজ করেছিলেন অনেক অটোচালক।
বারাণসীতে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে প্রার্থী হওয়ার দিনেই তাঁকে লক্ষ্য করে কালি ছোড়া হয়। গত সপ্তাহে হরিয়ানার ভিওয়ানিতে তাঁর উপরে হামলা হয়। পরে দিল্লির দক্ষিণপুরিতে তাঁকে চড় মারে এক ব্যক্তি। পুলিশের দাবি, তাঁর নাম আব্দুল ওয়াহিদ। তাঁর উপরে হামলা হলে পাল্টা আঘাত না করতে সমর্থকদের ইতিমধ্যেই নির্দেশ দিয়েছেন কেজরীবাল। ‘ভিআইপি সংস্কৃতি’-র অঙ্গ হতে চান না বলে দাবি করে নিরাপত্তাও নেননি তিনি।