নরেন্দ্র মোদীর খাসতালুক গুজরাতে আম আদমি পার্টির জমি পাওয়া যে বেশ কঠিন, তাতে কোনও সন্দেহ নেই। কিন্তু শনিবার আমদাবাদে অরবিন্দ কেজরীবালের পথসভাকে কেন্দ্র করে ফের গণ্ডগোলের পর সে কথাই আরও এক বার স্পষ্ট হল।
পুলিশ জানিয়েছে, শনিবার বিকেলে অরবিন্দ কেজরীবালের পথযাত্রার কারণে ব্যাপক যানজট শুরু হয় আমদাবাদের রাস্তায়। আপের বিশাল মোটরবাইক বাহিনী ছেঁটে ছোট করে ফেলতে নির্দেশ দেওয়া হয়। কিছু ক্ষণ এ নিয়ে কথা কাটাকাটির পর বেশ কয়েকটি মোটরবাইক বাদ দিতে রাজি হন কেজরীবাল। মিনিট দশেক পরে ফের শুরু হয় পথযাত্রা।
অরবিন্দ কেজরীবাল এ দিন অভিযোগ করেছেন, শনিবার তাঁর পথযাত্রাকে লক্ষ্য করে পাথর ছুড়েছে কয়েক জন অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী। আপের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে মঞ্চেও উঠে পড়ে কিছু লোক। লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে গুজরাত পুলিশ।