বাঙালি গায়ক, আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয় হলেন পশ্চিমবঙ্গে বিজেপির তুরুপের তাস।
নরেন্দ্র মোদী এবং অমিত শাহ ২০১৬-এর বিধানসভা নির্বাচনকে লক্ষ্য রেখে ‘অপারেশন পশ্চিমবঙ্গ’ হাতে নিয়েছেন। বাবুলকে মন্ত্রী করা আপাতত সেই পরিকল্পনারই সবচেয়ে বড় অঙ্গ। বিজেপি সভাপতি অমিত শাহ আজ মন্ত্রিসভা নিয়ে কোনও মন্তব্য করতে চাননি। কিন্তু তিনি বলেছেন, “কে মন্ত্রী হবেন আর কে হবেন না, সেটা প্রধানমন্ত্রীর বিচার্য বিষয়। দলের সভাপতি হিসেবে বলতে পারি পশ্চিমবঙ্গে কী করলে বিজেপির বৃদ্ধি হয়, তৃণমূলকে ক্ষমতাচু্যুত করা যায়, সেটা নিশ্চিত করা আমার কর্তব্য। এ কাজ থেকে কোনও ভাবেই আমি সরে আসতে পারি না।”
বিজেপি সূত্র বলছে, বাবুলকে মন্ত্রী করা হলেও তাঁকে নিয়ে আপাতত অন্য কিছু ভাবা হচ্ছে না। রাজ্য সভাপতির পদ থেকে রাহুল সিংহকে সরানো হচ্ছে না। রাহুল সিংহের নেতৃত্বে পশ্চিমবঙ্গে বিজেপি নির্বাচনে যাবে। বাবুলকে পশ্চিমবঙ্গের সংগঠন ও দিল্লির বিজেপি সরকারের যোগসূত্র হিসাবে ব্যবহার করা হবে। এর ফলে কলকাতার পুর নির্বাচনী প্রচারেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারবেন। পশ্চিমবঙ্গে বিজেপির সাধারণ সম্পাদক অমল চট্টোপাধ্যায় ও রাহুল সিংহের সঙ্গে বাবুলের যোগাযোগ রেখে প্রচারের কৌশল, ভোটে লড়ার রণনীতি ঠিক করা হবে। বিজেপির শীর্ষ নেতৃত্ব মনে করছেন, পশ্চিমবঙ্গে ভোটের আগে খুব বেশি অভিনেতা, খেলোয়াড় নিয়ে এসে দলের গ্ল্যামার বাড়ানোর চেষ্টা না করে রাজনৈতিক আক্রমণ করাটা অনেক বেশি জরুরি। এক দিকে সারদা কেলেঙ্কারি অন্য দিকে পশ্চিমবঙ্গের তালিবানিকরণ-- দু’টি বিষয়কে প্রচারের মূল হাতিয়ার করা হবে।