ভূস্বর্গের ভাগ্য নির্ধারণের ঠিক আগে একটি টুইট। তা নিয়েই প্রবল জল্পনা শুরু হল রাজনৈতিক শিবিরে। শেষ পর্যন্ত আজ ব্যাখ্যা দিলেন জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। জানালেন, টুইটের উপরে ভিত্তি করে রাজনৈতিক জোট হয় না।
সম্প্রতি ওমর আবদুল্লা টুইটারে মন্তব্য করেন, “ইউপিএ সরকার রাজনীতির ঊর্ধ্বে উঠে বাজপেয়ীজিকে ভারতরত্ন দিলে খুশি হতাম।” অটলবিহারী বাজপেয়ীর সরকারে মন্ত্রী ছিলেন ওমর। কিন্তু তার পরে বিজেপি ও ন্যাশনাল কনফারেন্সের সম্পর্কে জল অনেক দূর গড়িয়েছে। আগামী কাল জম্মু-কাশ্মীরে বিধানসভা ভোটের ফল জানা যাবে। ত্রিশঙ্কু বিধানসভার ইঙ্গিত দিচ্ছে বুথ-ফেরত সমীক্ষা। সেই পরিস্থিতিতে ওমরের এই মন্তব্যে রাজনীতির গন্ধ খুঁজতে শুরু করে সংশ্লিষ্ট সব পক্ষই। প্রশ্ন ওঠে, ওমর কি বিজেপির সঙ্গে জোট করতে চাওয়ার জন্যই জমি তৈরি করছেন।
আজ শ্রীনগরে ওমর বলেন, “একটি টুইট দেখে যাঁরা রাজনৈতিক জোট নিয়ে জল্পনা করেন, তাঁরা জানেন না রাজনীতি কোন পথে চলে।” ওমরের দাবি, তিনি বাজপেয়ীকে শ্রদ্ধা করেন। তাই ওই মন্তব্য করেছেন। রাজনীতির কথা ভেবে নয়।