গত কালই কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি তির্যক মন্তব্য ছুঁড়ে বলেছিলেন, বিদেশের ব্যাঙ্কে যাদের কালো টাকা গচ্ছিত রয়েছে, তাদের নাম সামনে এলে আসলে অস্বস্তিতে পড়বে কংগ্রেস!
২৪ ঘন্টাও পার হয়নি। জেটলিকে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে কংগ্রেস নেতৃত্ব জানান, “হুমকি না দিয়ে, ওই তালিকা এখনই প্রকাশ করুক সরকার।” কংগ্রেস মুখপাত্র অভিষেক মনু সিঙ্ঘভি বলেন, “হুমকি দিয়ে কাজ হবে না। কাদা ছোড়ার রাজনীতি করেও লাভ নেই। কাল নয়, আজই কালো টাকার কারবারিদের নাম প্রকাশ করা হোক।”
কালো টাকা উদ্ধারের প্রশ্নে মনমোহন সিংহ সরকারের বিরুদ্ধে এক সময় আন্দোলনে নামে বিজেপি। ইউপিএ সরকারের বিরুদ্ধে নরেন্দ্র মোদীর প্রচারের অন্যতম বিষয়ও ছিল কালো টাকা প্রসঙ্গ। সেই সঙ্গে বিজেপি নির্বাচনী ইস্তাহারে জানায়, ক্ষমতায় এলে বিদেশের ব্যাঙ্কে গচ্ছিত কালো টাকা উদ্ধার করবে তাঁদের সরকার। এর কারবারিদের নামও প্রকাশ হবে। কিন্তু সম্প্রতি সুপ্রিম কোর্টে হলফনামা জমা দিয়ে সরকার জানিয়েছে, বিভিন্ন দেশের সঙ্গে দ্বৈত কর ব্যবস্থা রোধ চুক্তির কারণে, গোপনীয়তা রাখার বাধ্যবাধকতায় ওই নামের তালিকা প্রকাশ সম্ভব নয়। নতুন করে বিতর্কের সূত্রপাত তখন থেকেই। তার পরেই জেটলির মন্তব্যে চটেছেন কংগ্রেসের নেতারা। কারণ, অর্থমন্ত্রীর মন্তব্য জল্পনা উস্কে দিয়েছে যে বিদেশের ব্যাঙ্কে কোন কোন কংগ্রেসি নেতার কালো টাকা গচ্ছিত রয়েছে!