নেতৃত্ব বদল নিয়ে অসমের মন্ত্রী-নেতা-বিধায়কদের ব্যক্তিগত মতামত জেনে দিল্লি ফিরলেন এআইসিসি প্রতিনিধি মল্লিকার্জুন খড়গে এবং আশিস কুলকার্নি। কংগ্রেস শীর্ষ নেতৃত্বের কাছে তাঁরা এ নিয়ে রিপোর্ট জমা দেবেন। এমনই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী তরুণ গগৈ মেনে নিলেন, দলে তাঁর নেতৃত্ব নিয়ে বিতর্ক রয়েছে।
অসম কংগ্রেসে মুখ্যমন্ত্রী বদল নিয়ে বিবাদ মেটানোর পথ খুঁজতে খড়গেকে গুয়াহাটিতে পাঠানো হয়েছিল। গগৈ-পন্থী এবং তাঁর বিরোধী শিবিরের কাজিয়ায় রাজ্যে প্রশাসনিক কাজকর্ম কার্যত বন্ধ। দলীয় সূত্রের খবর, এআইসিসি প্রতিনিধিদের রিপোর্ট পর্যালোচনা করে, চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন সনিয়া গাঁধী। রাজ্যের বিধায়ক অঞ্জন দত্ত ৩০ জুনের মধ্যে ওই সিদ্ধান্ত জানানোর দাবি তুলেছেন।
আজ সকালে প্রদেশ কংগ্রেস সভাপতি ভুবনেশ্বর কলিতা, মুখ্যমন্ত্রী গগৈ ও বিরোধী গোষ্ঠীর নেতা শিক্ষা ও স্বাস্থ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মার সঙ্গে ঘণ্টা খানেক বৈঠক করেন খড়গে। পরে গগৈ বলেন, “এআইসিসি নেতারা সকলের সঙ্গে কথা বলেছেন। দলে মতানৈক্য রয়েছে। অনেকে নেতৃত্ব বদলের কথাও বলেছেন। হাইকম্যান্ড চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।”