নরেন্দ্র মোদীর বিরুদ্ধে লড়াইয়ে সংখ্যালঘু ভোটের ভাগাভাগি রুখতে বারাণসীতে প্রার্থী হলেন না স্থানীয় দোর্দণ্ডপ্রতাপ মুসলিম নেতা মোখতার আনসারি। মোখতার এখন জেলে বন্দি। তাঁর ভাই আফজল আনসারি আজ ঘোষণা করেন, “মুসলিমদের মধ্যে কোনও বিভ্রান্তি তৈরি করতে চাই না। এ বারের ভোটে অন্তত সংখ্যালঘু ভোট ভাগ হওয়া ঠিক হবে না। আর সে জন্যই মোখতার সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। আফজল এও বলেন, “মোদীর বিরুদ্ধে লড়াইয়ে সব ধর্মনিরপেক্ষ দল এখন একজোট হয়ে এক জন সর্বসম্মত প্রার্থী দেওয়া প্রয়োজন।”
বারাণসী থেকে ক’দিন আগেই সেখানকার স্থানীয় কংগ্রেস বিধায়ক অজয় রাইকে প্রার্থী করেছে। তার পরেই আজ মোখতারের তরফে এই ঘোষণা তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। রাজনৈতিক শিবির এ ব্যাপারে এক মত যে, কংগ্রেসই মোখতারকে প্রার্থী না হতে রাজি করিয়েছে।
প্রশ্ন হল, এর পর কি বারাণসী থেকে সমাজবাদী পার্টি এবং বহুজন সমাজ পার্টিও তাঁদের প্রার্থী প্রত্যাহার করবে? কংগ্রেস সূত্র বলছে, সেই চেষ্টা অনেক আগেই শুরু হয়েছিল। এ ব্যাপারে সমাজবাদী পার্টি ও বহুজন সমাজ পার্টির নেতৃত্বের সঙ্গে তাঁরা এক প্রস্ত আলোচনাও করেছিলেন। কিন্তু সেই আলোচনা কিছুটা থমকেছে। কারণ, কংগ্রেসের মধ্যে দ্বিতীয় একটি সূত্র নিয়েও এখন আলোচনা চলছে।