করোনা পরিস্থিতিতে আপনি বা আপনার পরিচিতরা কী ভাবে বিয়ে করছেন? মানে, সোশ্যাল ডিস্ট্যান্সিং মেনে চলার কোন কোন পন্থা খুঁজে বের করতে পেরেছেন? তামিলনাড়ুর মাদুরাইয়ের এক কনে পক্ষ এমন এক পথ খুঁজে বের করেছেন, যাতে বিয়ের উপহারও পেয়ে যাবেন অথচ ছোঁয়াছুঁয়ির কোনও ভয়ই থাকবে না।
মাদুরাইয়ের ওই পরিবার বিয়ের যে আমন্ত্রণপত্র পাঠিয়েছে তার সঙ্গে একটি কিউআর কোড দিয়ে দিয়েছেন। যেখানে স্ক্যান করে গুগল পে বা ফোন পে-র মতো অ্যাপ থেকে সরাসরি নগদ টাকা পাঠিয়ে দেওয়া যাবে উপহার হিসাবে। ফলে সোশ্যাল ডিস্ট্যান্সিংয়ের কোনও নিয়ম না ভেঙেই সবারই উদ্দেশ্য সফল হয়ে যাবে।