Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Bike

স্বপ্নের বাইক কিনলেন কয়েন দিয়ে, যুবকের তিন বছরের সঞ্চয় গুনতে লাগল ১০ ঘণ্টা

তিন বছর ধরে জমিয়ে ফেললেন দু’লক্ষ ৬০ হাজার টাকা। সবই খুচরো পয়সা। স্পষ্ট করে বললে সবই এক টাকার কয়েন।

এক টাকার কয়েন দিয়ে বাইক কেনেন  ভি বুবাথি।

এক টাকার কয়েন দিয়ে বাইক কেনেন ভি বুবাথি।

সংবাদ সংস্থা
সালেম শেষ আপডেট: ২৮ মার্চ ২০২২ ১৩:০৩
Share: Save:

সালেমের যুবক ভি বুবাথির জীবনে সবকিছুই অন্যরকম। জীবনের স্বপ্ন সাকার করতে অনেককিছুই করতে হয় তাঁকে। যা সাধারণ নয়। সেই অ-সাধারণ এক চেষ্টাই সকলের নজর কেড়েছে। বুবাথির অনেকদিনের ইচ্ছা একটা বাইক কেনেন। অথচ দাম তার সাধ্যের অতীত। কিন্তু তাঁর অদম্য প্রত্যয়ের কাছে সে সবই হার মানে। বিন্দু বিন্দু দিয়েই সিন্ধু বানালেন বুবাথি।

তিন বছর ধরে জমিয়ে ফেললেন দু’লক্ষ ৬০ হাজার টাকা। সবই খুচরো পয়সা। স্পষ্ট করে বললে সবই এক টাকার কয়েন। কী করেন বুবাথি? তিনি কম্পিউটার অ্যাপ্লিকেশনে স্নাতক। অন্যরকম কিছু করার তাগিদে বছর চারেক আগে ইউটিউবার হয়ে যান। একটি বেসরকারি সংস্থায় কম্পিউটার অপারেটরের কাজও করেন।

যে শোরুম থেকে বুবাথি তাঁর স্বপ্নের বাইক কেনেন, বুবাথির দেওয়া বিপুল সংখ্যক কয়েন দেখে হতভম্ব। বিরক্ত হলেও বুবাথিকে ফেরাননি। শোরুমের ম্যানেজার মহাবিক্রান্ত বলেন, ‘‘বুবাথির তিন বছরের সঞ্চয় একটা একটা করে গুনতে শোরুমের কর্মীদের ১০ ঘণ্টা সময় লেগেছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Bike Coins Tamilnadu
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE