কয়েক মাস আগেই পঞ্জাবে চমকে দিয়ে সরকার গড়েছে অরবিন্দ কেজরীবালের আম আদমি পার্টি। যিনি মুখ্যমন্ত্রী হয়েছেন, সেই ভাগবন্ত মানের লোকসভা কেন্দ্রে এ বার উপনির্বাচনে হেরে গেল আপ।
পঞ্জাবের সাংরুর লোকসভা কেন্দ্রে উপনির্বাচনে সাত হাজারেরও বেশি ভোটের ব্যবধানে শিরোমণি অকালি দলের (অমৃতসর) প্রার্থী সিমরণজিৎ সিংহ মানের কাছে হেরে গেলেন আপ প্রার্থী গুরমেল সিংহ। তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছেন যথাক্রমে কংগ্রেসের দলবীর সিংহ গোল্ডি, বিজেপির কেওয়াল ঢিলোঁ ও অকালি দলের কমলদীপ কউর।