ফের জঙ্গি সংগঠনের কাজে ছাত্রদের ব্যবহার করার ঘটনা সামনে এল। আলফা স্বাধীনের পর এ বার এনএসসিএন (আইএম) অপহরণ ও তোলা আদায়ে ছাত্রদের কাজে লাগানোর প্রমাণ মিলল। এক ইঞ্জিনিয়ারকে অপহরণ করে পালানোর সময় তিনসুকিয়া জেলায় পুলিশের হাতে ধরা পড়ল দুই জঙ্গি ও তাদের সহযোগী দুই ছাত্র।
তিনসুকিয়ার এসপি মুগ্ধজ্যোতি মহন্ত জানান, নাগাল্যান্ডে আই-এম সদর হেব্রনে থাকা অরুণাচলের টিরাপ জেলার নোকতে অঞ্চলের কম্যান্ডার জে মোয়ানের নির্দেশে আইএম-এর জঙ্গি এল ইয়েকার ও ফোরেন টিরাপের লাপতামে জুনিয়র ইঞ্জিনিয়ার লোভা ইয়েকারের কাছ থেকে ৩ লক্ষ টাকা আদায় করতে আসে। লোভার বাড়ি চেনানোর জন্য তারা দুই কিশোর ছাত্রকে সঙ্গে নেয়। জঙ্গিদের লোভা জানিয়ে দেন, তিনি কোনও ভাবেই ১০ হাজার টাকার বেশি দিতে পারবেন না। সঙ্গে সঙ্গে ‘ব্ল্যাঙ্ক চেক’ও লিখে দিতে চান তিনি। কিন্তু নগদ তিন লক্ষ টাকা না পেয়ে পিস্তল উঁচিয়ে তাঁর গাড়িতেই উঠিয়ে লোভাকে অপহরণ করে দুই জঙ্গি। ডিমাপুর নিয়ে যাওয়ার পথে গত রাতে তিনসুকিয়ায় পুলিশ গাড়িটি থামিয়ে লোভাকে উদ্ধার করে। দুই জঙ্গি ও তাদের সহযোগী দুই ছাত্রকে গ্রেফতার করা হয়। গাড়িতে মেলে গুলিভরা পিস্তল, ল্যাপটপ, ১০ হাজার টাকা এবং ব্ল্যাঙ্ক চেক।