আগামী বুধবার কিংবা বৃহস্পতিবার শপথ নিতে পারেন দিল্লির নতুন মুখ্যমন্ত্রী। সরকারের একটি সূত্র মারফত তেমনই জানা গিয়েছে। বিজেপির ৪৮ জন বিধায়কের মধ্যে মন্ত্রিসভায় ঠাঁই হতে পারে ১৫ জনের। ইতিমধ্যেই ১৫ জন বিধায়কের নাম বাছাই করা হয়েছে বলে ওই সূত্রের খবর। মুখ্যমন্ত্রী হিসাবে ৯ জনের নাম নিয়ে আলোচনা চলছে।
দু’দিনের সফরে আমেরিকায় গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিজেপি সূত্রে খবর, প্রধানমন্ত্রী দেশে ফেরা পর্যন্ত অপেক্ষা করা হচ্ছে। প্রধানমন্ত্রী ফিরলেই দিল্লির নতুন মুখ্যমন্ত্রী বেছে নিতে তাঁর সঙ্গে বৈঠকে বসবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপি সভাপতি জেপি নড্ডা এবং দলের অন্য শীর্ষস্থানীয় নেতারা।
প্রসঙ্গত, ২৭ বছর পরে ফের দিল্লির ক্ষমতায় ফিরেছে বিজেপি। দিল্লির ৭০টি বিধানসভা আসনের মধ্যে বিজেপি জয়ী হয়েছে ৪৮টি আসনে। অন্য দিকে, টানা ১০ বছর ক্ষমতায় থাকার পর হেরে গিয়েছে অরবিন্দ কেজরীওয়ালের আম আদমি পার্টি (আপ)। তারা পেয়েছে মাত্র ২২টি আসন। কেজরীওয়াল নিজের নয়াদিল্লি কেন্দ্রেই বিজেপি প্রার্থী প্রবেশ বর্মার কাছে হেরে গিয়েছেন।
আরও পড়ুন:
দিল্লির বিধানসভা নির্বাচনে বিজেপি অবশ্য কাউকে দলের মুখ করে ভোটে লড়েনি। তা নিয়ে আপ-সহ অন্য বিরোধী দলগুলির তোপের মুখে পড়তে হয়েছিল পদ্মশিবিরকে। অবশ্য তার পরেও অনায়াস জয় পেয়েছে তারা। দিল্লির নতুন মুখ্যমন্ত্রী হিসাবে রাজনীতির অলিন্দে ঘুরছে একাধিক নাম। কেজরীকে হারানো প্রবেশ বর্মা, দিল্লির বিজেপি সভাপতি বীরেন্দ্র সচদেব, বিগত বিধানসভার বিরোধী দলনেতা বিজেন্দ্র গুপ্ত ছাড়াও আলোচনায় রয়েছে স্মৃতি ইরানি, সুষমা স্বরাজের কন্যা বাঁশুরি স্বরাজের নামও। বিজেপির একটি সূত্রের দাবি, জাতপাতের অঙ্ক এবং সঙ্ঘের সঙ্গে সমীকরণের বিষয়টি মাথায় রেখেই দিল্লির নতুন মুখ্যমন্ত্রীকে বেছে নেওয়া হবে।