Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Vande Bharat Express

বিপদ পিছু ছাড়ছে না! মোষের পালের পর এ বার গরুকে ধাক্কা মারল বন্দে ভারত এক্সপ্রেস

পশ্চিম রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সুমিত ঠাকুর বলেন, ‘‘ট্রেনের সামনের অংশে একটু দাগ হয়েছে। এ ছাড়া আর কোনও ক্ষতি হয়নি। কেউ হতাহত হননি। সবাই নিরাপদে রয়েছেন। ঠিক সময় ট্রেন চলছে।’’

গরুকে ধাক্কা মারার পর বন্দে ভারত এক্সপ্রেস।

গরুকে ধাক্কা মারার পর বন্দে ভারত এক্সপ্রেস। টুইটার থেকে নেওয়া।

সংবাদ সংস্থা
মুম্বই শেষ আপডেট: ০৭ অক্টোবর ২০২২ ২১:০২
Share: Save:

মোষের পালের পর এ বার গরু। আবারও ধাক্কা মারল বন্দে ভারত এক্সপ্রেস। শুক্রবার, গুজরাতের আনন্দ স্টেশনের কাছে গান্ধীনগর থেকে মুম্বইগামী বন্দে ভারত এক্সপ্রেস ধাক্কা মারে একটি গরুকে। তবে এ যাত্রায় ক্ষয়ক্ষতি তেমন কিছু হয়নি। ধাক্কা মেরে দাঁড়িয়ে পড়ার ১০ মিনিটের মধ্যেই ট্রেনটি আবার যাত্রা শুরু করে।

বৃহস্পতিবার সকালে আমদাবাদ থেকে মুম্বই যাচ্ছিল তীব্র গতির বন্দে ভারত এক্সপ্রেস। যাত্রা শুরুর কয়েক মিনিটের মধ্যেই দুর্ঘটনার কবলে পড়ে ট্রেনটি। সার বেঁধে মোষের পাল এগিয়ে যাচ্ছিল রেললাইন পেরিয়ে। ঠিক সেই সময় বন্দে ভারত এক্সপ্রেস সজোরে ধাক্কা মারে চারটি মোষকে। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। বন্দে ভারত এক্সপ্রেসের ইঞ্জিনের সামনের অংশটি ভেঙে তুবড়ে যায়। এই ঘটনায় মোষ পালকের বিরুদ্ধে মামলা হয়েছে। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আবার দুর্ঘটনায় প্রধানমন্ত্রীর স্বপ্নের বন্দে ভারত এক্সপ্রেস। এ বার ধাক্কা একটি গরুকে।

জানা গিয়েছে, শুক্রবার বিকেলে গান্ধীনগর স্টেশন থেকে ১০০ কিলোমিটার দূরের আনন্দ স্টেশনের কাছে বন্দে ভারত এক্সপ্রেস ধাক্কা মারে একটি গরুকে। গরুটি কোনও কারণে লাইনের উপর চলে এসেছিল। তবে এতে ট্রেনের কোনও ক্ষয়ক্ষতি হয়নি। সামান্য একটি দাগ পড়েছে কেবল। মিনিট দশেক দাঁড়িয়ে থাকার পর আবার যাত্রাশুরু করে ট্রেনটি। পশ্চিম রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সুমিত ঠাকুর বলেন, ‘‘ট্রেনের সামনের অংশে একটু দাগ হয়েছে। এ ছাড়া আর কোনও ক্ষতি হয়নি। কেউ হতাহত হননি। সবাই নিরাপদে রয়েছেন। ঠিক সময়েই ট্রেন চলছে।’’

বন্দে ভারত এক্সপ্রেস দু’মিনিটের সামান্য বেশি সময়ে ১৬০ কিলোমিটার গতিতে ছুটতে পারে। সেই ট্রেনে যাত্রা করা অন্যান্য ট্রেনের তুলনায় অনেক বেশি আরামদায়ক বলেও জানা গিয়েছে। এ হেন ট্রেনই পর পর দু’দিন দুর্ঘটনার কবলে পড়ল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Vande Bharat Express cow Gujarat
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE