মোট নম্বর ৩৫। পড়ুয়ার মার্কশিটে প্রাপ্ত নম্বরের জায়গায় জ্বলজ্বল করছে ৩৮। আবার অঙ্কের অবজেকটিভ প্রশ্নে ৩৫-এ ৪০ পেয়েছেন অন্য দু’জন পড়ুয়া। জীববিদ্যার পরীক্ষাতে না বসেও তাতে ১৮ নম্বর পেয়েছে আরও এক পরীক্ষার্থী। ‘অল ক্রেডিট গোজ টু বিহার বোর্ড’।
দ্বাদশ শ্রেণির ‘অদ্ভুতুড়ে’ এই ফলাফলে আবারও বিভ্রান্তি ছড়াল পড়ুয়াদের মধ্যে। দু’বছর আগে বিহার স্কুল এগ্জামিনেশন বোর্ড-এর পরীক্ষায় দুর্নীতির অভিযোগ ওঠে। উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলপ্রকাশের পর টিভি সাক্ষাৎকারে বিভিন্ন বিষয়ের প্রশ্নের ‘আজব’ জবাব দিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছিলেন বৈশালী জেলার ভগবানপুরের বিষুণ রায় কলেজের ছাত্রী রুবি।
আরও খবর: