Advertisement
E-Paper

ছোট বিমান উড়বে কোচির নৌঘাঁটি থেকে

সোমবারের মধ্যে রানওয়ে থেকে জল নেমে যাবে বলে আশা করা হচ্ছে। টার্মিনাল বিল্ডিং-এর জল রবিবার সকালে নেমে যাওয়ার পরে তা পরিষ্কার করা হয়েছে। এটিসি বিল্ডিং-এর জলও সোমবারের মধ্যে সরে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

সুনন্দ ঘোষ

শেষ আপডেট: ২০ অগস্ট ২০১৮ ০৩:৫৯
বানভাসি কোচি বিমানবন্দর।নিজস্ব চিত্র।

বানভাসি কোচি বিমানবন্দর।নিজস্ব চিত্র।

কেরলের ভয়াবহ বন্যায় বন্ধ কোচি বিমানবন্দর। এক এক করে উড়ান সরিয়ে নিচ্ছে সমস্ত বিমান সংস্থা।

একটি মাত্র রানওয়ে, তার ওপরেই ১৫ ফুট জল দাঁড়িয়ে গিয়েছিল। সেই জল এখন নামছে। রবিবার অনেক কষ্টে ফোনে পাওয়া গিয়েছিল বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি)-এর এক কর্তাকে। তিনিই জানিয়েছেন, সোমবারের মধ্যে রানওয়ে থেকে জল নেমে যাবে বলে আশা করা হচ্ছে। টার্মিনাল বিল্ডিং-এর জল রবিবার সকালে নেমে যাওয়ার পরে তা পরিষ্কার করা হয়েছে। এটিসি বিল্ডিং-এর জলও সোমবারের মধ্যে সরে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

তবে তার পরেও বিমানবন্দর কবে চালু হবে, তা নিয়ে সংশয় রয়েছে। ২৬ অগস্টের আগে বিমানবন্দর চালু হচ্ছে না বলে জানিয়ে দেওয়া হয়েছে। কিন্তু, রবিবার ওই কর্তা জানান— আরও সময় লাগতে পারে। রানওয়ের এক দিকে আগেই ইনস্ট্রুমেন্টাল ল্যান্ডিং সিস্টেম (আইএলএস) লাগানো ছিল। অন্য দিকে মাসখানেক আগে নতুন আইএলএস বসেছে। কম দৃশ্যমানতায় এই আইএলএস ব্যবস্থায় বিমানকে নামানো হয়।

ওই কর্তা বলেন, ‘‘কেরলে যেমন বৃষ্টি হয়, যে ভাবে ঝুপ করে দৃশ্যমানতা কমে যায়, তাতে আইএলএস ছাড়া বিমান ওঠানামা করা মুশকিল।’’ রানওয়ের দু’দিকের আইএলএস-গুলো পুরোপুরি জলের তলায় চলে গিয়েছিল। যন্ত্রপাতির কী হাল তা নিয়ে সংশয়ে ওই কর্তা। তিনি জানিয়েছেন, নতুন যন্ত্র বসাতে হলে তা পরীক্ষার কাজে বেশ কয়েক দিন লাগতে পারে। এই অবস্থায় আজ, সোমবার কোচির নৌ-ঘাঁটি থেকে এয়ার ইন্ডিয়া একটি করে ছোট এটিআর বিমান চালানোর সিদ্ধান্ত নিয়েছে। সেটি চলবে অ্যালায়েন্সের নামে। বিমান সংস্থার তরফে রবিবার জানানো হয়েছে, বেঙ্গালুরু থেকে প্রতিদিন একটি করে উড়ান কোচির নৌ-ঘাঁটিতে ত্রাণ সামগ্রী নিয়ে যাবে। সেখানে আটকে পড়া যাত্রীদের নিয়ে আসাও হবে।

এয়ার ইন্ডিয়া জানিয়েছে, তারা প্রতিদিন কোচি থেকে ৫টি উড়ান চালাত। সেগুলি এখন তিরুঅনন্তপুরম থেকে উড়ছে। কোচি থেকে যাঁদের উড়ান ধরার কথা ছিল, তাঁরা তিরুঅনন্তপুরম বা কোঝিকোড় থেকে উড়ান ধরতে পারবেন। সে ক্ষেত্রে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেওয়া হবে না।

এর মধ্যেই যাত্রীদের অভিযোগের ভিত্তিতে কোচি থেকে বিভিন্ন রুটের ভাড়া বেঁধে দিল কেন্দ্র। ছোট রুটে এই ভাড়া হবে ৩৩৯৫ টাকা থেকে ৬৯৯৯ টাকা পর্যন্ত। লম্বা রুটে ৬০১৭ থেকে ১০০০ টাকা। কোনও যাত্রী উড়ানের দিন পরিবর্তন, বা টিকিট বাতিল করে পুরো টাকা ফেরত পেতে চাইলেও সাহায্যের আশ্বাস দিয়েছে এয়ার ইন্ডিয়া। বিস্তারা বিমান সংস্থাও কোচি থেকে সমস্ত উড়ান তুলে নিয়ে তিরুঅনন্তপুরম চলে গিয়েছে। এর আগে তিরুঅনন্তপুরম থেকে তাদের কোনও উড়ান ছিল না।

স্পাইসজেট জানিয়েছে, কোচি বিমানবন্দর বন্ধ থাকায় কোয়ম্বত্তূর, মাদুরাই, তুতিকোরিন, কোঝিকোড় এবং তিরুঅনন্তপুরম থেকে অতিরিক্ত উড়ান চালাচ্ছে তারাও। আটকে পড়া যাত্রীরা এই সব বিমানবন্দর পর্যন্ত পৌঁছতে পারলে উড়ান পেতে পারেন।

Flood Kerala Cochin International Airport Naval Base
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy