বছরের শেষে ছত্তীসগঢ় বিধানসভা নির্বাচনের দিকে লক্ষ্য রেখে অজিত জোগী (ছত্তীসগঢ় জনতা কংগ্রেসের নেতা) বৈঠক করেছেন বিএসপি নেত্রী মায়াবতীর সঙ্গে। গুঞ্জন, কংগ্রেস এবং বিজেপির লড়াইয়ে তৃতীয় পক্ষ হিসেবে লড়তে পারে বিএসপি-জোগী জোট। আর তাতেই অশনি সঙ্কেত দেখছে কংগ্রেস। দলের সভাপতি রাহুল গাঁধীর তরফে মায়াবতীকে বোঝানোর চেষ্টা শুরু হয়েছে, বিজেপি-বিরোধিতা করতে গিয়ে রাজ্যে তৃতীয় ফ্রন্ট গড়লে লাভ হবে গেরুয়া শিবিরেরই। তাই জোগীর সঙ্গে না গিয়ে ছত্তীসগঢ় ভোটে কংগ্রেসের সঙ্গেই থাকতে মায়াবতীকে অনুরোধ জানানো হয়েছে।
এখনও পর্যন্ত মায়াবতী কংগ্রেস নেতৃত্বকে পাকা কথা দেননি। ভোটের দেরি রয়েছে। আগামিকাল বিদেশ থেকে ছুটি কাটিয়ে দেশে ফিরছেন এসপি নেতা অখিলেশ সিংহ যাদব। ফলে রাহুল বিষয়টি নিয়ে আরও আলোচনা করতে চাইছেন মায়বতীর সঙ্গে। অখিলেশের সঙ্গেও তিনি বৈঠক করবেন আসন্ন তিন রাজ্যের বিধানসভা ভোটে বিজেপি-বিরোধী কার্যকরী জোট গড়া নিয়ে। রাহুলের তরফে মায়াবতীকে এমন প্রস্তাবও দেওয়া হবে যে, জোগীর সঙ্গে তিনি যদি নিতান্তই জোট গড়তে চান তা হলে সেই জোট যেন কংগ্রেসের সঙ্গে সমঝোতার করেই ভোটে লড়ে।