Advertisement
২৪ এপ্রিল ২০২৪

বরাকে হামলার ছক পরেশের, সতর্কতা

স্বাধীনতা দিবসে এ বার বরাকে রক্ত ঝরানোর চক্রান্ত করছে আলফা। পুলিশের আশঙ্কা, জঙ্গি সংগঠনটির নেতা পরেশ বরুয়া এমনই ছক কষছেন।

নিজস্ব সংবাদদাতা
করিমগঞ্জ শেষ আপডেট: ১৩ অগস্ট ২০১৫ ০২:৫২
Share: Save:

স্বাধীনতা দিবসে এ বার বরাকে রক্ত ঝরানোর চক্রান্ত করছে আলফা। পুলিশের আশঙ্কা, জঙ্গি সংগঠনটির নেতা পরেশ বরুয়া এমনই ছক কষছেন।

নিষিদ্ধ জঙ্গি সংগঠন আলফার বরাকে তেমন শক্তি নেই। গোয়েন্দাদের আশঙ্কা, সেই কারণে ওই সংগঠনের নেতারা মণিপুরের জঙ্গিদের দিয়ে নাশকতা ঘটনোর চেষ্টা করছে। প্রায় প্রতি বছরই স্বাধীনতা দিবস ও প্রজাতন্ত্র দিবস পালনের উপর নিষেধাজ্ঞা জারি করে জঙ্গিরা। বরাকের সাধারণ মানুষ অবশ্য সে সবে নজর দেন না। বরাকের বিভিন্ন জেলা সদরে দু’টি অনুষ্ঠান ঘিরেই ভিড় জমে। জঙ্গি নাশকতা রুখতে কঠোর নজরদারি রাখে নিরাপত্তাবাহিনী।

পুলিশের একাংশের বক্তব্য, এত দিন বরাক উপত্যকার দিকে বিশেষ নজর ছিল না আলফা জঙ্গিদের। দলটির সেনাধ্যক্ষ পরেশ বরুয়ার অনুগামীর সংখ্যা দিন দিন কমছে। সে দিকে তাকিয়ে উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন জঙ্গি সংগঠনকে এক ছাতার নীচে এনে যৌথ জোট গড়েছেন পরেশ। তার পরই এ বার স্বাধীনতা দিবসে বরাকে নাশকতা ছড়ানোর ‘দায়িত্ব’ দেওয়া হয়েছে মণিপুরের জঙ্গিদের। বরাকের কয়েকটি এলাকায় ওই রাজ্যের জঙ্গিদের কিছুটা দাপট রয়েছে। তাই পিএলএ, প্রিপাক-এর মতো সংগঠনের জঙ্গিদের দিয়েই বরাককে নিশান করতে তৎপর পরেশ। করিমগঞ্জের পুলিশ সুপার প্রদীপরঞ্জন কর বলেন, ‘‘মণিপুরের জঙ্গিদের দিয়ে নাশকতার ছক তৈরির খবর পুলিশের কাছে এসেছে। কিন্তু তা কতটা সঠিক সে বিষয়ে সন্দেগ রয়েছে। তবে পুলিশ সতর্ক রয়েছে।’’ তিনি আরও জানান, জাতীয় সড়কে দিনরাত তল্লাশি চলছে। করিমগঞ্জ জেলায় ভারত-বাংলাদেশের ১০৫ কিলোমিটার সীমান্তে বিএসএফকে সতর্ক করে দেওয়া হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Alfa terrorist Burak karimganj
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE