আজ থেকে শুরু হলো অমরনাথ যাত্রা। আগামী ৪০ দিন ধরে পহেলগাম এবং বালতালের বেস ক্যাম্প থেকে যে যাত্রায় সামিল হতে চলেছেন প্রায় দু’লক্ষাধিক মানুষ। আগামী ছ’সপ্তাহ অঘটন ছাড়াই কাটবে, এই আশাতে বুক বাঁধছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। গোটা যাত্রাপথে পুলিশ-আধাসেনা মিলিয়ে মোতায়েন করা হয়েছে প্রায় ৪০ হাজার জওয়ান। রাস্তায় থাকছে সিসিটিভি, জ্যামার, ডগ স্কোয়াড। রাস্তার দু’ধারে তৈরি করা হয়েছে বুলেট প্রুফ বাঙ্কার। তৈরি থাকছে উদ্ধারকারী দল। হেলিকপ্টার তো থাকছেই, এমনকী ড্রোন, উপগ্রহের মাধ্যমে নজরদারির ব্যবস্থা করা হয়েছে গোটা যাত্রাপথে।
স্বরাষ্ট্র মন্ত্রকের কর্তারা জানাচ্ছেন, এ বারের ব্যবস্থা কার্যত অভূতপূর্ব। আবহাওয়া ও জঙ্গি হামলার আশঙ্কায় আগেভাগেই ৮ দিন কমিয়ে দেওয়া হয়েছে অমরনাথ যাত্রার মেয়াদ। তা সত্ত্বেও হামলার আশঙ্কা যাচ্ছে না। গোয়েন্দারা জানিয়েছেন, যাত্রীর ছদ্মবেশে এক বা দু’জন জঙ্গি ছোট দলে ভাগ হয়ে আত্মঘাতী হামলা চালাতে পারে। ভোরের দিকে যাত্রীদের থাকার জায়গায় ওই হামলা হতে পারে বলেই মনে করছেন গোয়েন্দারা।
আরও পড়ুন: জুলাই থেকেই নয়া হারে ভাতা